Miss Universe 2021: মুম্বই ফিরলেন 'মিস ইউনিভার্স' হরনাজ কৌর সান্ধু, বিশ্ব সুন্দরীকে দেখতে ভিড়
আজ দেশে ফিরলেন এই বছরের 'মিস ইউনিভার্স' হরনাজ কৌর সান্ধু। মুম্বই বিমানবন্দরে বিশ্বসুন্দরীকে দেখতে ভিড় ছিল চোখে পড়ার মত। অনুরাগীরাও ভিড় জমিয়েছিল হরনাজকে একবার দেখতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২১ বছর পর তৃতীয়বার ভারতে এল 'মিস ইউনিভার্স'-এর মুকুট। হরনাজ কৌর সান্ধু জিতেন ৭০তম 'মিস ইউনিভার্স'।
ভারতের হয়ে সেরার শিরোপা পেয়ে হরনাজ সান্ধু বলেন, 'পুরোটা খুবই আনন্দের এবং অবিশ্বাস্য। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।' হরনাজের বয়সও এখন ২১ বছর। তিনি পঞ্জাবের কন্যা। তাঁর এই কৃতিত্বে গর্বিত ভারতও।
খেতাব জিতে হরনাজ জানিয়েছিল, 'নিজের দেশের প্রতিনিধিত্ব করা বিশাল বড় একটা ব্যাপার। নিজের ওপর বিশ্বাসটা রাখতে হয় এবং ভেতর থেকে এই উপলব্ধিটা করতে হয় যে এই কাজটাই তোমার জীবনের লক্ষ্য।'
উদযাপন প্রসঙ্গে বিশ্বসুন্দরী বারংবার জানিয়েছেন তিনি ভাষা হারিয়ে ফেলছেন। আমরা যখন বুঝতে পারি যে জীবনে কী করতে চাই তখন আমাদের অনেকটা বদলে ফেলতে হয় নিজেদের।
আগামী দিনে 'মিস ইউনিভার্স অর্গানাইজেশন'-এর চিফ অ্যাম্বাসাডার হিসেবে এই সমস্ত ইভেন্ট, পার্টি, সমাজমূলক কাজ বা সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকতে হবে বিশ্বসুন্দরী হরনাজকে।
এই শিরোপা জিতে হরনাজ বলেন, সেই বিশ্বাস, ভালবাসা এবং দেশের প্রত্যেকটা মানুষের প্রার্থনা আমাকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে।'
সুস্মিতা সেন বা লারা দত্ত তিনিই তৃতীয় ভারতীয় যিনি বিশ্বের এই সম্মান জিতলেন। আজ ভারতে এসে দেশের পতাকা হাতে তুলে নিয়ে অনুরাগীদের শুভেচ্ছাও গ্রহণ করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -