Hatyapuri: পোস্টারের নীল রিবন খুলে দিলেন সস্ত্রীক সন্দীপ রায়, জানালেন বড়দিনে 'ফেলুদা' হয়ে আসছেন ইন্দ্রনীল
লাল কাপড়ে মোড়া রহস্য। নীল রিবনে একসঙ্গেই টান দিলেন সন্দীপ রায়, ললিতা রায় আর পরাণ বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়িয়ে হাততালিতে ফেটে পড়ল টিম ফেলুদা। মুক্তি পেল প্রথম পোস্টার। 'হত্যাপুরী'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ শহরের একটি হোটেলে জমায়েত হয়েছিলেন সন্দীপ রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, পরাণ বন্দ্য়োপাধ্যায়, ললিতা রায় ও আরও অনেকে। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল 'ফেলুদা'-র সব চরিত্রদের নাম ও চরিত্রদের নাম।
সন্দীপ রায়ের হাত ধরে ৬ বছর পরে বড়পর্দায় ফিরছে ফেলুদা। আর সন্দীপ রায়ের নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত।
অভিনয় দেখে নয়, গল্প পড়ে মনে হয়েছিল, ফেলুদার চরিত্রে অভিনয় করবেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে এখনও পর্যন্ত একজনেকর কাছেই কাজ চাইতে গিয়েছিলেন তিনি। সেই পরিচালক হলেন সন্দীপ রায়, আর যে চরিত্রের জন্য অভিনেতা কাজ চাইছে গিয়েছিলেন, সেটি হল 'ফেলুদা'।
বছর ঘুরেছে.. সময়ের চাকাও ঘুরেছে। ইন্দ্রনীল সেনগুপ্ত বোধহয় ভাবতেও পারেননি, এই ঘটনার কথা একদিন সাংবাদিক সম্মেলনে স্বয়ং বলবেন সন্দীপ রায় (Sandip Roy)। আর সেই সাংবাদিক সম্মেলনের বিষয়? 'হত্যাপুরী', যে গল্পে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneel Sengupta)
আজ মুক্তি পেল 'হত্যাপুরী'-র প্রথম পোস্টার। ঘোষাল মিডিয়া এন্টারটেনমেন্ট ও শ্যাডো ফিল্মসের প্রযোজনায় বড়দিনে মুক্তি পাচ্ছে সন্দীপ রায়ের নতুন ফেলুদার ছবি 'হত্যাপুরী'।
আজ সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সন্দীপ রায় স্বয়ং। সঙ্গে ছিলেন 'ফেলুদা' ইন্দ্রনীল সেনগুপ্ত, অভিজিৎ গুহ, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, ভরত কল, আয়ুষ দাস, শুভাশীষ মুখোপাধ্যায় ও অন্যান্য অভিনেতারা।
সাংবাদিক সম্মেলনে সন্দীপ রায় নিজের মুখে বলেন, 'যখন বেণু (সব্যসাচী চক্রবর্তী) ফেলুদা হিসেবে অভিনয় করছেন, তখনই প্রথম ইন্দ্রনীল আমার সঙ্গে দেখা করতে এসেছিল। স্ত্রীকে আমার বাড়ির সিঁড়িতে বসিয়ে রেখে আমার সঙ্গে দেখা করেছিল ও। কেবল বলেছিল, পরের বার ফেলুদা হলে আমার কথা ভাববেন।'
সন্দীপ রায় আরও বলেন, 'যখন নতুন ফেলুদার জন্য পরিকল্পনা শুরু করি, তখনই ইন্দ্রনীলের কথা মাথায় এসেছিল। মনে হয়েছিল আমি কারও ওপর চরিত্রটা চাপিয়ে দিচ্ছি না। এমন একজনকে চরিত্রটা দিচ্ছি যে এই চরিত্রটা মন থেকে করতে চায়। তারপর সেটে গিয়ে মনে হয়েছে, সঠিক চরিত্রায়নই হয়েছে।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -