Sunil Chhetri: পুসকাসের সঙ্গে একাসনে, সুনীলের সামনে এবার রোনাল্ডো-মেসি
ম্যাচের আগেই জানা হয়ে গিয়েছিল যে, এএফসি এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা পেয়ে গিয়েছে ভারত। তারপরেও হংকংকে বিধ্বস্ত করে মাঠ ছাড়লেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমার্ধের নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান সুনীল ছেত্রী।
এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৮৪তম গোল।
হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের আগে সুনীল জানিয়েছিলেন, জয়ই তাঁর ও দলের একমাত্র লক্ষ্য।
এই গোলের সুবাদে কিংবদন্তি হাঙ্গেরির ফরওয়ার্ড ফ্রাঙ্ক পুসকাসের আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করে ফেললেন ভারতীয় দলের অধিনায়ক।
তাঁর সামনে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৭ গোল), আলি দাই (১০৯ গোল), মোক্তার দাহারি (৮৯ গোল) ও লিওনেল মেসি (৮৬ গোল)।
এঁদের মধ্যে শুধু রোনাল্ডো ও মেসিই খেলা চালিয়ে যাচ্ছেন।
তাঁর সামনে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৭ গোল), আলি দাই (১০৯ গোল), মোক্তার দাহারি (৮৯ গোল) ও লিওনেল মেসি (৮৬ গোল)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -