Year Ender 2022: বক্স অফিসে ব্যবসার দৌড়ে প্রথম স্থানে কে? বর্ষ শেষে বলিউডের সফল ছবির তালিকা
'ব্রহ্মাস্ত্র: পার্ট ১ - শিবা' এই বছরের সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি। রণবীর কপূর ও আলিয়া ভট্ট অভিনীত এই ছবি সব ভাষা মিলিয়ে মোট ২৫৪ কোটি টাকার ব্যবসা করেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবি বক্স অফিসে পা রেখেই ৩ কোটির ব্যবসা করে। মোট আয়ের পরিমাণ ২৪৭ কোটি টাকা।
শুরুর দিনেই ভাল ব্যবসা করে এই ছবি এবং সেই ধারা বজায় রাখে। প্রায় ২২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
কমেডি ঘরানার এই ছবি ছিল বেশ প্রতীক্ষিত কারণ এর প্রথম ভাগও বেশ সফল ছবি। এই ছবি ১৮১.৭৫ কোটির ব্যবসা করেছে।
পরিচালক সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে এই ছবিতে প্রথম কাজ আলিয়া ভট্টের। ১২৬.৫০ কোটি টাকার ব্যবসা করে গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।
হৃত্বিক রোশন ও সেফ আলি খানের এই অ্যাকশন ঘরানার ছবি যেমন আশা করা হয়েছিল, তেমন ব্যবসা করতে পারেনি। এই ছবি প্রেক্ষাগৃহে ৭৯.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।
বরুণ ধবন, কিয়ারা আডবাণী, নীতু কপূর, অনিল কপূর অভিনীত এই পারিবারিক ছবি ঠিকঠাকই ব্যবসা করেছে। মোট ব্যবসার পরিমাণ ৭৮.৫০ কোটি টাকা।
অক্ষয় কুমার অভিনীত এই ছবি চলতি বছরে মুক্তিপ্রাপ্ত তাঁর বাকি ছবিগুলোর থেকে অনেক ভাল ব্যবসা করেছে। বক্স অফিসে ৭৩ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।
অক্ষয় কুমার অভিনীত অপর ছবি 'সম্রাট পৃথ্বীরাজ'। ৬৮.২৫ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।
আশানুরূপ ফল করতে পারেনি আমির খান ও করিনা কপূরের 'লাল সিংহ চাড্ডা'। এই ছবি মোট ৫৯.৭৫ কোটি টাকার ব্যবসা করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -