Himesh Reshammiya Birthday: কোন বিশেষ কারণে সঙ্গীতজগতে পা রাখেন হিমেশ রেশামিয়া? জানুন অজানা তথ্য
আজ জন্মদিন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হিমেশ রেশামিয়ার। শুধু সঙ্গীত পরিচালক হিসেবেই নয়, তিনি পরিচিত গায়ক হিসেবেও। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ১১ বছর বয়সেই বড় ভাইকে হারান হিমেশ। সেই সময়ই বাবার অপূর্ণ ইচ্ছা পূরণ করতে সঙ্গীতজগতে নিজের কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন।
১৬ বছর বয়স থেকেই সঙ্গীত পরিচালনা শুরু করেন হিমেশ রেশামিয়া। ছোট পর্দার একাধিক শো প্রযোজনাও করেছেন তিনি।
খুব কম বয়সেই বিয়েও করে নেন হিমেশ। জানা যায়, যখন তাঁর ২১ বছর বয়স, তখনই তিনি প্রেমিকা কোমলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক সন্তানও রয়েছে।
যদিও হিমেশ রেশমিয়ার সেই সম্পর্ক ভেঙে যায় ২২ বছর পর। ২২ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন তিনি এবং কোমল।
২০১৭ সালে বিবাহবিচ্ছেদের পর ফের বিয়ের পিঁড়িতে বসেন তিনি। অভিনেত্রী সোনিয়া কপূরের সঙ্গে ফের নতুন জীবন শুরু করেন।
এক বছরে ৩৬টি হিট গানে সুর দিয়ে রেকর্ড গড়েন হিমেশ রেশমিয়া। বলিউডে কাজ শুরু করেন খুব কম বয়স থেকেই।
জনপ্রিয় গায়ক মিকা সিংহকে বলিউডে প্রথম কাজের সুযোগ দিয়েছিলেন হিমেশ রেশমিয়াই। যদিও সেই গান কোনও অজ্ঞাতকারণবশত মুক্তি পায়নি।
শুধু গান গাওয়া কিংবা সঙ্গীত পরিচালনাই নয়, অভিনয়ও করেছেন হিমেশ রেশমিয়া। 'আপ কা সুরুর' ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় তাঁর।
'তেরে নাম' থেকে 'আশিক বনায়া আপনে'। বহু বহু হিট ছবির সঙ্গীত পরিচালনা করেছেন হিমেশ। গেয়েছেন নিজেও। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -