Holi 2024: দেশজুড়ে রঙের উৎসব! সিড-কিয়ারা থেকে রণদীপ-লিন, হোলির শুভেচ্ছাবার্তা বলিউডের
বিয়ের পর একসঙ্গে প্রথম হোলি। রঙিন মুহূর্তের কোলাজ পোস্ট করলেন অভিনেত্রী কৃতি খরবান্দা ও অভিনেতা পুলকিত সম্রাট। স্ত্রীয়ের গালে আঁকলেন আদুরে চুম্বন। সাদা পোশাকে খেললেন রং। ছবি: ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদা চুড়িদারে হোলি পার্টির কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী শোভিতা ধুলিপালা। কখনও হাতে ঠান্ডাই, কখনও আবার হাতে পিচকিরি। আবির, জল রঙে মাতলেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম
এবারের দোল কলকাতাবাসীর সঙ্গে কাটালেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। শহরে এক হোলি পার্টিতে অংশ নিলেন তিনি। হলুদ চুড়িদারে নাচে-গানে মাত করলেন। পোস্ট করলেন একগুচ্ছ ছবি ও ভিডিও। ছবি: ইনস্টাগ্রাম
সপরিবারে দোল উদযাপন বচ্চনদের। ছবি ও ভিডিওয় ভরল তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল। ন্যাড়াপোড়া থেকে রং খেলা। বাদ গেল না কিছুই। ভাই অভিষেক বচ্চন ও বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি পোস্ট করলেন শ্বেতা বচ্চন। একাধিক ছবি পোস্ট করেন নব্যা নভেলি নন্দাও। দেখা মিলল জয়া বচ্চনেরও। ছবি: ইনস্টাগ্রাম
শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওয় ডেবিউ করতে দেখা যাবে ইনফ্লুয়েন্সার উরফি জাভেদকে। দোলের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
এবার রঙের উৎসব উদযাপন কাজে কাজে করছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। এদিন টিমের সঙ্গে একটি সেলফি পোস্ট করে অভিনেত্রী শুভেচ্ছা জানান অনুরাগীদের। ছবি: ইনস্টাগ্রাম
ছেলের সঙ্গে সাদা পোশাকে ট্যুইনিং। দোলের দিনে সন্তানের সঙ্গে সেলিব্রেশনের একগুচ্ছ ছবি পোস্ট করলেন তুষার কপূর। ছবি: ইনস্টাগ্রাম
কমেডিয়ান সঞ্চালিকা ভারতী সিংহ পরিবারের সঙ্গে কাটালেন দোল। ছেলে লক্ষ্য ও স্বামী হর্ষের সঙ্গে পোস্ট করলেন মিষ্টি ছবি। ছবি: ইনস্টাগ্রাম
অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়েও মাতলেন রঙের উৎসবে। ছেলের সঙ্গে পোস্ট করলেন ছবি। খুদেকে দেখা গেল হাতে বাহারি পিচকিরি নিয়ে। পরনে সাদা পোশাক। ছবি: ইনস্টাগ্রাম
'হোমি'র সঙ্গে হোলির সেলফি পোস্ট করলেন কিয়ারা আডবাণী। তারকা দম্পতি সিড-কিয়ারা দোলের শুভেচ্ছায় অনুরাগীদের কমেন্টের বন্যা। ছবি: ইনস্টাগ্রাম
বিয়ের পর প্রথম হোলি পর্দার 'বীর সাভারকর'-এরও। রণদীপ হুডা ও লিন লাইশরাম দোলের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন 'রঙিন' ছবি। ছবি: ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -