Tollywood News: জীবনের শেষলগ্নে একটুখানি মিষ্টতা, 'পান্তুয়া' নিয়ে শীঘ্রই আসছেন পরান, লিলি, রজতাভরা
শেষপাতে পান্তুয়া না হলে চলে না। এ বার সিনেমার পর্দায় ‘পান্তুয়া’ নিয়ে হাজির পরিচালক রাজা বন্দ্যোপাধ্যায়। এই ‘পান্তুয়া’ও দর্শকের মনে মিষ্টতা রেখে যাবে বলেই আশাবাদী তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘বেলাশেষে’র হাত ধরে বাংলা ছবিতে বয়স্ক দম্পতির গল্পে হল ভরতে শুরু করেছে। ‘বেলাশুরু’ও দর্শকদের হলমুখী করেছে। পারিপার্শ্বিক পরিস্থিতিতির চেয়ে সেই ছবিতে স্বামী-স্ত্রীর বোঝাপড়া আলগা হয়ে যাওয়াই ছিল মূল গল্প।
তবে ‘পান্তুয়া’র প্রবীণ দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাওয়ার পিছনে রয়েছে সন্তান হারানোর বেদনা, অপরাধবোধ এবং গ্লানি। তবে স্বামী যত একে হয়ে যেতে চান, ততই তাঁকে ধরে রাখার চেষ্টা করেন স্ত্রী।
এই ওঠাপড়াই তাঁদের টেনে নিয়ে যায় চেনা পরিবেশের বাইরে। প্রাণ ভরে শ্বাস নিতে, নতুন করে সম্পর্কের সুতো বেঁধে নেওয়ার প্রচেষ্টা চালাতে।
আর সেখানেই তাঁদের জীবনে প্রবেশ ঘটে ‘পান্তুয়া’র। ছোট্ট, প্রাণবন্ত মেয়েটি মুহূর্তে ভরিয়ে তোলে তাঁদের জীবন। প্রশ্নের উদ্রেক করে, মেয়েটি কি আশ্রয় খুঁজছে, নাকি তাঁর মধ্যে আশ্রয় খুঁজছেন প্রবীণ দম্পতি!
সেই ছোট্ট মেয়েটিকে নিয়েও মনের মধ্যে উথাল পাথাল চলে প্রবীণ দম্পতির। দুঃসহ অতীত ভুলতে কি মেয়েটি তাঁদের জীবনে নতুন আলো হিসেবে ধরা দেবে, গল্প এগিয়েছে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে।
ছবির কলাকুশলীর তালিকা রীতিমতে নজর টানার মতো। মুখ্য ভূমিকায় রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় এবং সোমা বন্দ্যোপাধ্যায়।
এ ছাড়াও ছবিতে রয়েছেন মেঘনা হালদার, সুমিত সমাদ্দার, শুভাশিস, সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং ‘পান্তুয়া’র ভূমিকায় আরাত্রিকা বন্দ্যোপাধ্যায়।
ছবিত সঙ্গীতের দায়িত্বে রয়েছেন তীর্থ। গান গেয়েছেন নচিকেতা পটা, ইন্দ্রাণী সেন, রূপঙ্কর বাগচি, অঙ্কিতা, খরাজ মুখোপাধ্যায়। সুরকার রাজা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গেয়েছেন তীর্থ এবং শীর্ষ রক্ষিতও।
চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুশান্ত ঘোষ এবং গৌরাঙ্গ মিত্র। চিত্রনাট্য লিখেছেন রাজা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনার দায়িত্বে রয়েছেন অলোক ধরা। একজিকিউটিভ প্রযোজক জয় বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -