22 Years of Kaho Naa Pyaar Hai: 'কহো না পেয়ার হ্যায়' তৈরির পিছনের এই গল্পগুলো জানা আছে?
দেখতে দেখতে বাইশ বছর পূরণ করে ফেলল 'কহো না পেয়ার হ্যায়'। পরিচালক রাকেশ রোশনের এই ছবি তৈরির পিছনে রয়েছে অনেক অজানা গল্প। জেনে নেওয়া যাক কীভাবে তৈরি হয়েছিল ব্লকবাস্টার হিট এই ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা যায়, এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন না হৃত্বিক রোশন। বরং পরিচালক রাকেশ রোশনের প্রথমে 'কহো না পেয়ার হ্যায়' ছবির নায়ক হিসেবে পছন্দ ছিল বলিউড সুপারস্টার শাহরুখ খান।
হৃত্বিক রোশনের মতো 'কহো না পেয়ার হ্যায়' ছবির নায়িকা হিসেবে প্রথম পছন্দ ছিলেন না আমিশা পটেল। এই ছবির জন্য বাছা হয়েছিল করিনা কপূর খানকে। কিন্তু ছবির শ্যুটিং শুরু ঠিক আগেই তিনি এই ছবি থেকে বেরিয়ে যান।
'কহো না পেয়ার হ্যায়' ছবিতে রাজের মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, তিনি বাস্তবে আমিশা পটেলের মা আশা পটেল।
এই ছবির জন্য হৃত্বিক রোশনের পেশিবহুল চেহারার প্রয়োজন ছিল। শোনা যায়, সেই সময় পেশিবহুল চেহারা তৈরির জন্য হৃত্বিক রোশনকে পরামর্শ এবং সহায়তা করেছিলেন খোদ সলমন খান।
'বাহুবলী' ছবিতে অভিনয়ের পর শোনা যায় অভিনেতা প্রভাস ৬ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। আর 'কহো না পেয়ার হ্যায়' মুক্তি পাওয়ার পর হৃত্বিক রোশন ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন।
২০০০ সালে সবথেকে বেশি ব্যবসা করা ছবি ছিল 'কহো না পেয়ার হ্যায়'। বক্স অফিসে কার্যত হইহই ফেলে দিয়েছিল নবাগত দুই তারকার প্রথম ছবি। শোনা যায়, ডানহাতে অতিরিক্ত একটি আঙুল থাকার কারণে এই ছবিতে বামহাতী হিসেবে দেখা গিয়েছে হৃত্বিক রোশনকে। আর ছবিতে তাঁকে ডানহাতে বেশিরভাগ সময়ই গ্লাভস পরে থাকতে দেখা গিয়েছে।
'কহো না পেয়ার হ্যায়' ছবির ট্রাফিক সিগনালের সেই দৃশ্যের কথা নিশ্চয়ই মনে আছে? যেখানে প্রথমবার সোনিয়ার সঙ্গে রোহিতের দেখা হয়েছিল? শোনা যায় বাস্তবে ঠিক একইরকমভাবে হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী সুজানের দেখা হয়েছিল।
লাজুক স্বভাবের হওয়ার কারণে শ্যুটিংয়ের প্রথম দিকে হৃত্বিক রোশন নাকি খুবই সমস্যা হচ্ছিল নাচের ক্ষেত্রে। সেই সময় কোরিওগ্রাফার ফারাহ খান তাঁকে সাহায্য করেন। বাকিটা ইতিহাস।
মুক্তির বছরেই বিভিন্ন বিভাগে ১২০টিরও বেশি পুরস্কার জিতেছিল 'কহো না পেয়ার হ্যায়'। এতগুলি পুরস্কার জিতে লিমকা বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছিল এই ছবি।
'কহো না পেয়ার হ্যায়' যেমন হৃত্বিক রোশন এবং আমিশা পটেলের কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ ছবি। তেমনই গুরুত্বপূর্ণ গায়ক লাকি আলির কাছেও। তাঁর গাওয়া 'এক পল কা জিনা' এবং 'কিঁউ চলতি হ্যায় পবন' খুবই জনপ্রিয় হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -