Hrithik-Saba: লাভবার্ডস ! বিয়ের গুঞ্জনের মাঝেই কোথায় উড়ে যাচ্ছেন হৃতিক-সাবা ?

বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্কে আছেন হৃতিক রোশন এবং সাবা আজাদ। তবে নিজেদের সম্পর্কের বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন। সম্পর্কের বিষয় গোপন রেখে চলতেই তাঁরা ভালবাসেন। ছবি- নিজস্ব
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
খবর, সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সাবার সঙ্গেই থাকছেন হৃতিক। সম্প্রতি বছরের শুরুতেই বিমানবন্দরে দেখা গেল যুগলকে। কোথায় ঘুরতে চললেন এই 'লাভবার্ডস'? ছবি- নিজস্ব

মঙ্গলবার সকালেই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন হৃতিক রোশন এবং সাবা আজাদ। শীতপোশাকে দেখা গেল দুজনকেই। বছরের শুরুতে ঠিক কোথায় চললেন তাঁরা, তা যদিও জানা যায়নি। ছবি- নিজস্ব
বারবারই তাঁদের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে চর্চা হয়েছে নেটিজেনদের মধ্যে। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। এয়ারপোর্টে এলেও স্টাইল স্টেটমেন্টে এতটুকু ফাঁক নেই হৃতিক-সাবার। ছবি- নিজস্ব
ক্যাজুয়াল নেভি ব্লু টি-শার্ট এবং আকাশি ডেনিমে হৃতিক যেন খোদ রোমান দেবতা। আর তাঁর পাশে সাবার পরনে নজর কাড়ে তাঁর বাদামী বম্বার জ্যাকেট। ছবি- নিজস্ব
সাবার চোখে ছিল কালো চশমা। নীল চেকার্ড ডেনিম ছিল পরনে। সব মিলিয়ে শীতের আবহে বেশ নজর কেড়েছে সাবার এই লুক। ছবি- নিজস্ব
ছবির প্রিমিয়ারে, প্রচারে বেশ কয়েকবার দুজনকে একফ্রেমে দেখা গিয়েছে। এ বছর সাবার সঙ্গে দিওয়ালি উদ্যাপনও করেছেন হৃতিক। ছবি- নিজস্ব
১৭ বছরের ছোট সাবা আজাদের সঙ্গে নিজের প্রেমের গল্পে হৃতিক সিলমোহর দিয়েছেন অনেক আগেই। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ভালোবাসা জাহির করতেও কোনও কিন্তু বোধ নেই দুজনের। পরস্পরের হাতে হাত ধরে কোনও ডিনার ডেট, আবার কখনও মুভি ডেটে লেন্সবন্দি হন তাঁরা। ছবি- নিজস্ব
২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তারপর বহুদিন সঙ্গীহীন ছিলেন হৃতিক। পরে কঙ্গনা রানাউতের সঙ্গে তাঁর নাম জড়ায়। আর তাতে বিস্তর বিতর্ক হয়। ছবি- নিজস্ব
কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে হৃতিকের নতুন ছবি 'ফাইটার'। ছবির প্রস্তুতি তুঙ্গে। ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ছবির দুনিয়ার বাইরে ঠিক কবে গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃতিক-সাবা তা এখনও স্পষ্ট নয়। ছবি- নিজস্ব
- - - - - - - - - Advertisement - - - - - - - - -