IIFA AWARDS 2023: আইফা অ্যাওয়ার্ডস ২০২৩ এ নজর কাড়লেন কারা ?
আলো রোশনাইয়ে ভরে উঠল আইফা অ্যাওয়ার্ডস ২০২৩। ২৬ ও ২৭ মে দুই দিন ব্যাপী অনুষ্ঠানে নজর কেড়েছেন বলিউড সেলেবরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২২ সালের অভূতপূর্ব সাফল্যের পর, ২০২৩ সালে শোভা আইফা উইকএন্ড এবং নেক্সা আইফা অ্যাওয়ার্ডস
এবার 'আইফা রকস' হচ্ছে সুরের অনুষ্ঠান। গান, নাচ, ছবি, ফ্যাশনের সমন্বয়ে তৈরি হবে এক অদ্ভুত মিশেল। হাজির থাকবেন একগুচ্ছ বলি তারকা।
তাঁদের মধ্যে অমিত ত্রিবেদী (Amit Trivedi), বাদশাহ (Baadshah), সুনিধি চৌহান (Sunidhi Chauhan) অন্যতম।কর্ণ জোহর জানিয়েছেন এইবারের 'আইফা রকস' সঞ্চালনা করতে পেরে তিনি উত্তেজিত।
গতবছরও আবু ধাবিতে অনুষ্ঠিত হয়েছিল। 'ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (IIFA Awards)-এর সঞ্চালনা করেছিলেন বলিউড তারকা সলমন খান।
অভিনেতা নিজের উৎসাহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, 'আমি সবসময় আইফা অ্যাওয়ার্ডস (IIFA Awards)-এর অংশ হতে পেরে আনন্দ পাই
ফারহা খান, গত বছরের 'আইফা রকস' সঞ্চালনা করেছিলেন অভিনেতা অপারশক্তি খুরানার সঙ্গে। এই বছরও অনুষ্ঠানের সহ-সঞ্চালক হিসেবে থাকতে পেরে তিনি আনন্দিত।
ফারহা বলেন, 'আমি ফিরব ফেব্রুয়ারিতে, ঠিক ৯ মাস পর, সন্তানকে ধারণ করতে আবার। আর সহ সঞ্চালক হিসেবে কর্ণের সঙ্গে কাজ করার মজাই আলাদা।'
'আইফা রকস ২০১৯'-এ পারফর্ম করেছিলেন সঙ্গীত পরিচালক ও গায়ক অমিত ত্রিবেদী। এবার ফের পারফর্ম করতে হবে জেনে খুবই উচ্ছ্বসিত তিনিও।
তাঁর কথায়, 'আইফা শুধুমাত্র এমন একটি প্ল্যাটফর্ম নয় যেটি বলিউডের সেরা প্রতিভাকে অভিনন্দন জানায়, এটি আমাদের ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরে। এটাই সবাইকে বারবার এই পর্যায়ে আকৃষ্ট করে আনে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -