Iman Chakraborty: একমঞ্চে ব্রততী, জোজো, লোপামুদ্রা, তারকাখচিত ইমনের বসন্ত উৎসব
রঙে যেন বসন্তের ছোঁয়া, আনন্দের সুর। শীতের আমেজ কেটে গিয়ে মিষ্টি হাওয়া যেন বলে দিচ্ছে বসন্ত আসছে। আর প্রকৃতির এই পরিবর্তন যেন আরও একটু রঙিন হয়ে উঠল বসন্ত উৎসবের মঞ্চে। আয়োজনে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার মীরপাড়া পার্ক ময়দানে বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন ইমন ও তাঁর সঙ্গীত জগতের ছাত্রছাত্রীরা। প্রতি বছরের মত এই বছরেও অনুষ্ঠানে অংশ নিলেন একঝাঁক তারকা।
মঞ্চে হাজির ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর তাঁর সঙ্গেই মঞ্চে উপস্থিত ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর।
হলুদ পাঞ্জাবী আর উত্তরীয়তে সেজে 'কাঁচা বাদাম' গাইলেন ভুবন। জমে উঠল মঞ্চ।
প্রতি বছর ঋতুরাজকে আবাহন জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী। বাংলার তাবড় গায়ক, বাদ্যকার, বাচিক শিল্পী যোগ দেন ইমনের এই অনুষ্ঠানে।
এ বছরও তার ব্যতিক্রম হয়নি। অর্কদীপ মিশ্র, ব্রততী বন্দ্যোপাধ্যায়-সহ বহু গুণিজন উপস্থিত ছিলেন এই মঞ্চে।
প্রতি বছরই বসন্ত উৎসবের আয়োজন করেন ইমন। এদিন সাদা শাড়িতে সেজেছিলেন তিনি, পাশে অবশ্যই নীলাঞ্জন। ইমনকে লাল আবীরে রাঙিয়ে দিতেও দেখা গেল তাঁকে। গানে, খুশিতে জমজমাট বসন্ত উৎসব।
ইমন বলছেন, 'দেখতে দেখতে আমাদের বসন্ত উৎসব ৬ বছর পার করে ফেলল। এ বছর করোনার তৃতীয় ঢেউয়ের জন্য প্রথমে ভেবেছিলাম বন্ধ রাখতে হবে বসন্ত উৎসব। আমার দলের ছেলেমেয়েদের মনখারাপ হয়ে গিয়েছিল।'
ইমন আরও বলেন, 'এখন পরিস্থিতি কিছুটা ভাল। তাই জোরকদমে তোড়জোড় শুরু করলাম। প্রতি বছরের মত এবারেও বহু গুণী শিল্পীরা এখানে এসে তাঁরা কথা রেখেছেন। প্রতি বছর শিল্পীরা তাঁদের ব্যস্ততার মধ্যেও আমার বসন্ত উৎসবে তাঁরা আসেন, ওঁদের প্রতি আমার আমি কৃতজ্ঞ।
ইমন আরও বলেন, 'লিলুয়ার সমস্ত মানুষ এই বসন্ত উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন। এত বড় উৎসব তো একা একা করা যায় না। আমি সমস্ত আয়োজকদের কাছেই কৃতজ্ঞ। করোনা মানুষের জীবন ছাড়খার করে দিয়েছে। এই বসন্ত উৎসব মানুষের মুখে যদি একটু হাসি ফোটাতে পারে সেটাই আমার অনেক বড় প্রাপ্তি।''
ইমনের মায়ের বার্ষিকীর দিনে হয় এই অনুষ্ঠান। ১৯ জানুয়ারি অনুষ্ঠান করার কথা হলেও অনুমতি পাননি ইমন।
অনুষ্ঠানে হাজির ছিলেন বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতশিল্পী জোজো, লোপামুদ্রা মিত্র ও অন্যান্যরা। ছবি সৌজন্যে - সাহেব শান্তনু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -