Hrithik on Bhagwaan Dada: 'কহো না পেয়ার হ্যায়' নয়, তার আগেও রুপোলি পর্দায় দেখা গিয়েছিল হৃতিককে!
১৯৮৫ সালে মুক্তি পায় , 'বেগবান দাদা' ছবিটি। সেখানে রজনীকান্ত, শ্রীদেবী ও রাকেশ রোশনের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছিলেন ছোট্ট হৃতিক। ৩৫ বছর পূর্ণ হল এই ছবি মুক্তির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেইসময় মাত্র ১২ বছর বয়স ছিল হৃতিকের। একজন শিশুশিল্পী ছিলেন তিনি। কিন্তু ওই বয়সে একটুও ভয় পাননি অভিনয় করতে। ক্যামেরা সামনে তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে পাল্লা দিতে তিনি অভিনয় করেছিলেন।
প্রথম অভিনয়ের স্মৃতি হৃতিকের মনে রয়েছে এখনও। যখন শ্রীদেবী মারা যান, এই ছবিটি শেয়ার করে স্মৃতিচারণা করেছিলেন হৃতিক।
ক্যামেরায় ধরা না পড়লেও, প্রথমে ক্যামেরার সামনে আসতে ভয় পেয়েছিলেন হৃত্বিক। তাকে সাহস যুগিয়েছিলেন শ্রীদেবী।
এই ছবিতে রাকেশ রোশন কেবল অভিনয়ই করেননি, ছবিটির প্রযোজকও ছিলেন তিনি। কিন্তু ছবিটি ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। এরপর আর কখনও নিজের প্রযোজনাতে অভিনয় করেননি রাকেশ।
এই ছবিটির নাম প্রথমে অশোক দাদা রাখা হয়েছিল। পরে তা বদলে বেগবান দাদা করা হয়। শিশুশিল্পী হিসাবে শেষ ১৪ বছর বয়সে অভিনয় করেছিলেন হৃতিক। এরপর আমিশা পটেলের বিপরীতে কহো না পেয়ার হ্যায় বক্সঅফিসে সাফল্য পায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -