Aishwarya Wedding Anniversary: অভিনয় থেকে সংসার জীবন, অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যের ১৪ বছর পূর্তি
ঠিক যেন সিনেমার মতো। বহু বলিউড দম্পতির মতো তাঁরাও প্রমাণ করলেন এ পৃথিবীতে সত্যিকারের ভালবাসা এখনও বেঁচে আছে। এমনই প্রেম কাহিনী লিখেলন অভিষেক বচ্চন এবং ঐশ্চর্য রাই বচ্চন। আজ তাঁদের বিয়ের ১৪বছর পূর্ণ হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুজনের কেরিয়ার শুরু হয়েছিল বলিউড থেকে। ১৯৯৯ সালে ঢাই আকসর প্রেম কে-র ফটোশ্যুট থেকে তাঁদের পরিচয়। সহকর্মী থেকে দম্পতি হওয়ার গল্প কেমন? রইল তারই ঝলক।
উমরাও জান, রাবণ, গুরু, সরকার রাজ, ধুম ২, কুছ না কহো, বান্টি বাবলি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। উমরাও জান ছবির শ্যুটিং থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত।
গুরু ছবির প্রমোশনাল ট্রিপে ঐশ্চর্যকে প্রেম নিবেদন করেন অভিষেক। সেই সময় নিউ ইয়র্কে ছিলেন তাঁরা। একেবারে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক।
২০০৭ সালের ১৪ জানুয়ারি এনগেজমেন্টের কথা ঘোষণা করেন। ওই বছরই ২০ এপ্রিল হিন্দু মতে বিয়ে সম্পন্ন হয় দুই তারকার। বচ্চনদের ভবন প্রতীক্ষাতে বিয়ের অনুষ্ঠান হয়।
২০০৭ সালের ১৪ জানুয়ারি এনগেজমেন্টের কথা ঘোষণা করেন। ওই বছরই ২০ এপ্রিল হিন্দু মতে বিয়ে সম্পন্ন হয় দুই তারকার। বচ্চনদের ভবন প্রতীক্ষাতে বিয়ের অনুষ্ঠান হয়।
বিয়ের ৪ বছর পর ২০১১ সালে ঐশ্বর্যর কোল আলো করে আসে কন্যাসন্তান। ১৬ নভেম্বর ২০১১ সালে জন্ম হয় অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যার।
ব্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির থেকেও অভিষেক ঐশ্বর্য বেশি বিখ্যাত। দ্য ওপরা উইনফ্রি শো-তে এমন কথাই শোনা যায়। সেপ্টেম্বর ২০০৯ সালে তাঁরা ওই শো-তে অংশ নেন।
দ্য ওপরা উইনফ্রি শো ছাড়াও আরও অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। বিয়ের পরই একসঙ্গে হাজির হয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে।
সহকর্মী, বন্ধু, প্রেমপর্ব পেরিয়ে ১৪ বছরের সংসার জীবন। মেয়ে আরাধ্যাকে নিয়ে দিন কাটছে অভিষেক এবং ঐশ্বর্যর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -