Entertainment: ছ'বছর পূর্ণ তৈমুরের! ফিরে দেখা কিছু মিষ্টি মুহূর্ত
দেখতে দেখতে ছ'বছর পূর্ণ তৈমুর আলি খান পতৌদির। জন্ম থেকেই সইফ-করিনার প্রথম সন্তানকে নিয়ে উৎসাহের অন্ত নেই সংবাদমাধ্যমের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছ'বছর কেটে গেলেও তাতে একচুলও ভাটা পড়েনি। আজ ছোট্ট 'টিমটিম'-র জন্মদিনে তার নানা মূহূর্তের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
দুই ছেলেকে নিয়ে মাঝেমধ্যেই পোস্ট দেন করিনা কাপুর। তবে এই ছবিতে টিম-কে দেখা যাচ্ছে করিশ্মার ছেলের সঙ্গে।
হালেই ঠাকুমা শর্মিলা ঠাকুরের সঙ্গে এই ছবিতে দেখা যায় তৈমুরকে। সঙ্গে ছিল সোহা আলি খান এবং কুণাল খেমুর মেয়ে ইনায়া-ও।
তবে 'টিমটিম' যে ছবি তুলতে ভালোবাসে না, সেটা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন করিনা।
অতি কষ্ট করে ছবি তুলতে হয় তার। যদিও বাবা-দাদা ও ভাইয়ের সঙ্গে 'পোজ' দিতে আপত্তি করেনি সে। করিনা কাপুরের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবিটি জনপ্রিয় হয়েছিল কয়েক দিন আগেই।
তবে জন্মদিনের আগের রাতে টিমটিমের এই ছবিটি দিয়েছেন 'বেবো'। croissant-এ জুৎসই কামড় বসিয়েছে খুদে। মুখ দেখেই বোঝা যাচ্ছে, প্রিয় খাবারে সমস্ত মন তার।
বিলাসবহুল রিসর্ট, রেস্তোরাঁর পাশাপাশি প্রকৃতির খোলামেলা আবহেও সময় কাটাতে ভালোবাসে টিমটিম। সেই ছবিও দেন করিনা। এদিন ভাইপোর জন্মদিন উপলক্ষ্যে দুরন্ত পোস্ট দিয়েছেন পিসি সোহাও। তাতেও লাইক ও কমেন্টের জোয়ার। (ছবি: Kareena Kapoor Instagram)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -