A R Rahman Birthday: এ.আর রহমানের আসল নাম কী? জন্মদিনে অনেক অজানা তথ্য
আজ জন্মদিন বলিউডের অন্যতম কিংবদন্তি সুরকার এ.আর রহমানের। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ আর রহমানের জন্ম হিন্দু পরিবারে। তাঁর আসল নাম এ.এস দিলীপ কুমার।
এ আর রহমানের বাবা আর কে শেখরও ছিলেন একজন সুরকার। তিনি তামিল এবং মালায়লম বহু ছবিতে সুর দিয়েছেন।
২৩ বছর বয়সে ইসলাম ধর্মে অনুরাগী হয়ে ধর্ম এবং নাম পরিবর্তন করেন এ.আর রহমান।
এ আর রহমান খুবই লাজুক স্বভাবের মানুষ। পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতেও দেখা যায় না তাঁকে।
জনপ্রিয় সুরকার এ আর রহমানের জন্মদিনেই জন্মদিন তাঁর ছেলে আমিনের। তাঁর আরও দুই কন্যাও রয়েছে।
শোনা যায়, এ আর রহমানের মতো প্রতিভাবে প্রথম খুঁজে বের করেন পরিচালক মণিরত্নম। তিনি তাঁর রোজা ছবিতে এ আর রহমানকে কাজের সুযোগ দেন।
রোজা ছবিতে সুর দেওয়ার জন্য এ আর রহমানকে ২৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল বলে শোনা যায়। বাকি ছবির গানের জনপ্রিয়তা বলাই বাহুল্য।
জয় হো গানের জন্য অস্কার পেয়েছিলেন এ আর রহমান। শোনা যায়, গানটি প্রথমে তৈরি করা হয়েছিল সলমন খানের যুবরাজ ছবির জন্য।
একাধিক হলিউড ছবিতেও সুর দিয়েছেন এ আর রহমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -