Radhe Releases Worldwide: করোনা আবহেই বিশ্বব্য়াপী মুক্তি পেল সলমান খানের 'রাধে'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2021 05:18 PM (IST)
1
খুশির ঈদ উপলক্ষে বিশ্বব্য়াপী মুক্তি পেল সলমান খান ও দিশা পাটানি অভিনীত ছবি 'রাধে'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
দুবাইয়ে সিনেমা হল খোলা থাকায় সেখানে ভিড় দেখা গেল সলমান ভক্তদের।
3
একটি মলে দেখা গেল দূরত্ববিধি মেনে ও মাস্ক পড়ে মানুষ টিকিটের লাইনে দাঁড়িয়েছেন।
4
'রাধে' ছবিটির পরিচালনা করেছেন প্রভু দেবা।
5
এই ছবিতে রণদীপ হুডা ও জ্য়াকি শ্রফের মত অভিনেতাদেরও দেখা মিলবে।
6
'রাধে'র একটি গানে দেখা মিলবে বলিউড সুন্দরী জ্য়াকলিন ফার্নান্ডেজের।
7
বক্সঅফিসে এই ছবি কতটা সাফল্য় পায় অপেক্ষা সেটাই দেখার।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -