Petrol Diesel Price: ১০ দিনে কতটা মহার্ঘ পেট্রোল ও ডিজেল, কোন কোন শহরে ১০০ টাকা ছাড়াল দাম

আজ বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। এর আগে পরপর তিনদিন দাম বেড়েছিল পেট্রোল ও ডিজেলের। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে সাতবার বেড়েছে পেট্রোল-জিজেলের দাম। এই সাতদিনে পেট্রোলের দাম প্রতি লিটারে ১.৬৬ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ১.৮৮ টাকা বেড়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯২.১৬ টাকা। ডিজেলের দাম ৮৫.৪৫ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯২.০৫ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৮২.৬১ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৮.৩৬ টাকা, ডিজেলের দাম ৮৯.৭৫ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৩.৮৪ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৮৭.৪৯ টাকা।

ভোপাল ও ইন্দোরে পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা পেরিয়েছে। বুধবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল প্রতি লিটারে ২৫ পয়সা। আর এর ফলে মধ্যপ্রদেশের ভোপাল ও ইন্দোর সহ দেশের কয়েকটি শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে।
পরিবহণ ও ভ্যাটের মতো স্থানীয় করের কারণে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে হেরফের হয়ে থাকে। দেশের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাট নেওয়া হয় রাজস্থানে। এরপরই রয়েছে মধ্যপ্রদেশ।
এপ্রিলে পেট্রোল ও ডিজেলের বিক্রয় ৯.৪ শতাংশ কমেছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে বিভিন্ন রাজ্যে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ জারি হয়েছে। এ কারণে এপ্রিলে তেলের বিক্রয় প্রায় ৯.৪ শতাংশ কমে গিয়েছে। এপ্রিলে তেলের ব্যবহার ৯.৩৮ শতাংশ কমে হয়েছে ১.৭১ কোটি টন। মার্চে এই পরিমাণ ছিল ১.৮৭ কোটি টন।
দেশে করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ২০২০-এর এপ্রিলে দেশজুড়়ে লকডাউন জারি হয়েছিল।
লকডাউনের জেরে সমস্ত আর্থিক কার্যকলাপ কার্যত থমকে গিয়েছিল। ওই সময় জ্বালানির ব্যবহার ২০০৬-এর পর সবচেয়ে কমে গিয়েছিল। যদিও ২০২০-র এপ্রিলের থেকে এবার জ্বালানির ব্যবহার ৮১.৫ শতাংশ বেড়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -