Jacqueline on Covid19: রুপোলি পর্দা ছেড়ে রাস্তায়, দুঃস্থদের হাতে খাবার তুলে দিলেন জ্যাকলিন
'মাদার টেরেসা বলেছিলেন, 'শান্তি তখনই হয় যখন সব অভুক্তরা খেতে পায়' জ্যাকলিনের লম্বা পোস্টের প্রথম লাইন ছিল এটিই। মুম্বইতে ক্রমশ খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। দুঃস্থদের খাবার সরবরাহ করতে রাস্তায় নামলেন অভিনেত্রী। সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন ছবিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে মুম্বইয়ে রাস্তায় খাবার বিতরণ করেন রুপোলি পর্দার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। হাত লাগালেন রান্নার কাজেও।
মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার শ্রী. ডি.শিবনন্দনের উদ্যোগে স্থাপিত এই স্বেচ্ছাসেবী সংস্থাকে ধন্যবাদও জানান জ্যাকলিন। একেবারে রাস্তায় নেমে, রোদে দাঁড়িয়ে সবার হাতে খাবার তুলে দিতে দেখা গেল তাঁকে।
image 4
কেবল খাবার তুলে দেওয়া নয়, রোজ কী ভাবে সেখানে কাজ হয়, কী কী পদ্ধতিতে রান্না হয় সমস্ত তদারকি করেন জ্যাকলিন। ঘুরে দেখেন সংরক্ষণ ব্যবস্থাও।
গতবার করোনা পরিস্থিতিতে সলমন খানের ফার্মহাউজে কাটিয়েছিলেন জ্যাকলিন। কিন্তু এই করোনার দ্বিতীয় ঢেউতে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল নায়িকাকে।
ছবি সৌজন্যে: জ্যাকলিন ফার্নান্ডেজের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -