Kangana Ranaut at Airport: করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, মুম্বই বিমানবন্দরে দেখা গেল কঙ্গনাকে
করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। আজ সকালে তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাড়ি পরে গাড়ি থেকে নেমে বিমানবন্দরে প্রবেশ করার আগে আলোকচিত্রীর লেন্সে ধরা পড়েন এই অভিনেত্রী। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
মাস্ক না পরার জন্য একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন কঙ্গনা। এদিন অবশ্য তিনি মাস্ক পরেই বিমানবন্দরে যান। শুধু ছবি তোলার সময় মাস্ক খুলে রাখেন তিনি। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
iকরোনা সংক্রমণের জেরে মুম্বইয়ে যখন লকডাউন জারি হয়, তখন হিমাচল প্রদেশে নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা জানিয়েছিলেন কঙ্গনা। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পক্ষে বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয়নি। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে কঙ্গনা জানান, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
বিতর্কের জেরে সম্প্রতি কঙ্গনার ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক থলাইভি-তে অভিনয় করেছেন কঙ্গনা। করোনার জেরে ছবিটির মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -