Sachin Home Pics স্বপ্ন আর শখের মিশেল সচিনের এই বাংলো, ছবি দেখেছেন?
ক্রিকেটার সচিন তেন্ডুলকর খেলার দুনিয়ায় অনেক বড় বড় রেকর্ড গড়েছেন। শুধু ক্রিকেটের বাইশ গজে নয়, আয় ও ব্যবসাতেও সচিন তেন্ডুলকর বড় নাম। সেই আয়ের একটা বড় অংশ খরচ করেছেন শখপূরণ করতে। সেই শখের একটা গুরুত্বপূর্ণ অংশ হল মাস্টার ব্লাস্টারের বাসভবন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসচিন তেন্ডুলকরের বাংলো মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টে প্যারি ক্রস রোডে স্থিত। এখানেই পরিবারের সঙ্গে এই বাংলোয় থাকেন সচিন। ২০০৭ সালে ৩৯ কোটি টাকা দিয়ে এই বাংলো কিনেছিলেন সচিন তেন্ডুলকর।
সচিন তেন্ডুলকরের এই বাংলোর আয়তন ৬ হাজার বর্গফুট। আসল বাংলোটি ১৯২৬ সালের তৈরি। সচিন জানান, বাংলোটির সংস্কার করতে চার বছর লেগেছিল।
বাংলোয় একাধিক তল রয়েছে। পাশাপাশি একটি বেসমেন্টও রয়েছে। বাংলোয় দারুন বাগান রয়েছে, যেখানে বিশ্বের বেশ কয়কটি দুষ্প্রাপ্য গাছ লাগানো।
সত্যিকারের জীবনেও সচিন তেন্ডুলকর ও তাঁর গোটা পরিবার প্রচণ্ড ধার্মিক। বাংলোর একটি বড় অংশ ঈশ্বর ও মন্দিরের জন্য নিবেদিত। তাঁর ঘরের ভিতর এই মন্দির সত্যিই সুন্দর।
ছবি থেকেই স্পষ্ট যে, সচিন তেন্ডুলকরের ঘরের অন্দরসজ্জা ও আসবাব আক্ষরিক অর্থেই বিশেষ।
প্রায় পরিবারের সঙ্গে সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সচিন তেন্ডুলকর। সেখানেই তাঁর ঘরের ঝলক দেখতে পাওয়া যায়।
লকডাউনের সময় এই ছবি শেয়ার করেছিলেন সচিন তেন্ডুলকর। ছবিতে দেখা যাচ্ছে,নিজেই নিজের চুল কাটছেন মাস্টার ব্লাস্টার।
সচিন ও তাঁর স্ত্রী অঞ্জলি-- দুজনই পেন্টিংয়ের শখ রয়েছে। ঘরের দেওয়ালে একাধিক বহুমূল্য পেন্টিং রয়েছে।
ছবি থেকেই স্পষ্ট যে, বাংলোতে ফ্লোরিং থেকে শুরু করে কাঠের কাজ-- সবকিছুর ওপর পুঙ্খানুপুঙ্খ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলোর অন্যতম আকর্ষণ হল গার্ডেন। বাগানটি সচিনের অত্যন্ত প্রিয়।
তবে, এর সঙ্গেই বাংলোর আউটলুক কিন্তু ভীষণই কেদাদুরস্ত ও পেশাদার। এখানে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন সচিন তেন্ডুলকর।
সচিন ও অঞ্জলির দুই সন্তান--- মেয়ে সারা ও ছেলে অর্জুন।
অর্জুন বর্তমানে ক্রিকেট দুনিয়ায় নিজের কেরিয়ার তৈরিতে ব্যস্ত। মেয়ে সারা পড়াশোনা করছেন।
সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -