Alia Bhatt in Films: আলিয়া ভট্ট অভিনীত নজরকাড়া কিছু সিনেমা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভট্ট। খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতা রণবীর কপূরের সঙ্গে। ফলে এখন তাঁরা আলোচনার শিখরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে শুধু এই কারণেই নয়। আলিয়া বলিউডের সেই সকল অভিনেত্রীদের অন্যতম, যাঁরা খুব অল্প বয়সেই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। কোন কোন ছবি তাঁকে সাফল্য এনে দিয়েছে, দেখে নেওয়া যাক।
আলিয়া বলিউডে পা রাখেন 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে। ২০১২ সালে মুক্তি পায় এই ছবি। এই সিনেমার হাত ধরে তিনজন স্টারকিড, আলিয়া, সিদ্ধার্থ ও বরুণ একসঙ্গে বলিউডে ডেবিউ করেন।
২০১৪ সালে মুক্তি পায় 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া'। ছটফটে চনমনে চরিত্র বেশ নজর কাড়ে সকলের।
ফের একবার বরুণ ধবনের সঙ্গে জুটি বাঁধেন আলিয়া 'বদ্রীনাথ কি দুলহনিয়া' ছবিতে। সিনেমাটি বেশ হিট করে।
চেনা ছক ভেঙে একেবারে অন্য ধরনের চরিত্রে 'উড়তা পঞ্জাব' ছবিতে ধরা দেন আলিয়া। ছোট চরিত্র হলেও বেশ নজরকাড়া ছিল। এই ছবিতে শাহিদ কপূরও অভিনয় করেছিলেন।
চেতন ভগতের বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয় 'টু স্টেটস'। অর্জুন কপূরের সঙ্গে এই ছবিতে আলিয়াকে খুবই পছন্দ করেন দর্শকেরা।
মেঘনা গুলজারের পরিচালনায় 'রাজি' ছবিতে অভিনয় করেন আলিয়া। একেবারে অন্য ধরনের অবতারে দেখা যায় তাঁকে।
২০১৪ সালে মুক্তি পায় 'হাইওয়ে'। রণদীপ হুডার বিপরীতে এই ছবিতে আশাতীত অভিনয় করেন অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পায় 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'। একের পর এক রেকর্ড ভেঙেছে সেই ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -