Deoghar Ropeway Accident : ২২ ঘণ্টা ধরে তাঁদের কাছে জল নেই, অনিশ্চয়তার সুতোয় ঝুলছে প্রাণ
ভয়াবহ দুর্ঘটনা। ঝুলতে ঝুলতেই কেটে গেল ১ টা দিন। তবু উদ্ধার হননি বহু মানুষ। জীবন মৃত্যুর মাঝের সুতোয় ঝুলছে প্রাণগুলো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচোখের সামনে ঘটে গেছে ঘটনাটি। মারা গেছেন ২ সহযাত্রী। পাথরে আছড়ে পড়ে ক্ষতবিক্ষত গেছে বহু মানুষ।
রবিবার ঘটে যাওয়া দুর্ঘটনার ২২ ঘণ্টা কেটে যাওয়ার পরও উঁচুতে আটকে থাকা মানুষগুলোর কাছে পৌঁছায়নি প্রাণ। পাননি জলটুকুও।
ওপরের কেবিনে আটকে পড়া লোকদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া যায়নি, যদিও নিচের কেবিনে থাকা সবার কাছে ত্রাণসামগ্রী পৌঁছে গিয়েছে বলে সূত্রের দাবি।
মাটি থেকে ৮০০ মিটার উঁচুতে ওই রোপওয়েতে ফেঁসে আছেন বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের পর্যটকরা। এখনও পর্যন্ত ১২ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
যাঁরা প্রাণে রক্ষা পেয়েছেন, তাঁরা এখনও কাটিয়ে উঠতে পারেননি দুঃস্বপ্নের প্রহর। শুধু বেঁচে ফিরেছেন, এটাই রক্ষে।
রোপওয়েতে আটকে রয়েছেন, ২২ ঘণ্টা ধরে তাঁদের কাছে জল নেই। তাঁদের কাছে জল পৌঁছোনোই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের।
রোপওয়েতে আটকে রয়েছেন, ২২ ঘণ্টা ধরে তাঁদের কাছে জল নেই। তাঁদের কাছে জল পৌঁছোনোই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের। কিছুতেই তাঁদের কাছে পৌঁছানো যাচ্ছিল না।
দেওঘরের রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত ৮ জন। সূত্রের খবর, ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে ফেঁসে যান ৪৮ জন যাত্রী।
আপাতত একে একে যাত্রীদের নামিয়ে আনার চেষ্টা চলছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -