Arijit Singh Birthday: যাঁর কণ্ঠে 'আবাদ বরবাদ' আট থেকে আশি, জন্মদিনে সেই অরিজিৎ সিংহকে শুভেচ্ছা
১৯৮৭ সালের ২৫ এপ্রিল। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম নেন আজকের 'মেলোডি কিং' অরিজিৎ সিংহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৭ বছরের কর্মজীবনে দর্শকদের জন্য গেয়েছেন একাধিক হিট গান। তাঁর কণ্ঠে প্রত্যেকটা অনুভূতি যেন আরও প্রকট হয়ে ওঠে।
অরিজিতের 'ক্লেম টু ফেম' নিঃসন্দেহে 'আশিকি ২' ছবির 'তুম হি হো'। এই গান মুক্তির পর তাঁকে ফিরে তাকাতে হয়নি।
এরপর একের পর এক তিনি যে গানই ছুঁয়েছেন তাইই সোনা হয়েছে। প্রায় প্রত্যেক ছবিতেই তাঁর গাওয়া গান থাকে।
অরিজিৎ সিংহ যেমন 'তুম হি হো', 'কবিরা', 'ফির লে আয়া দিল'-এর মতো প্রেমের গান গেয়েছেন, তেমনই 'চন্না মেরেয়া', 'দুয়া'-এর মতো হৃদয় ভাঙার গানও গেয়েছেন। আবার তেমনই 'দিল্লি ওয়ালি গার্লফ্রেন্ড', 'ম্যায় তেরা হিরো'-এর মতো ডান্স নাম্বারও গেয়েছেন।
৮ থেকে ৮০ তাঁর কণ্ঠে মজতে বিন্দু মাত্র সময় নেয় না। গায়কের ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কারও।
মোট ৬টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। 'তুম হি হো', 'সূরজ ডুবা হ্যায়', 'অ্যায় দিল হ্যায় মুশকিল', 'রোকে না রুকে ন্যায়না', 'অ্যায় ওয়াতন', 'কলঙ্ক' গানের জন্য।
'তুম হি হো', 'মুসকুরানে', 'সমঝাওয়াঁ', 'সোচ না সকে' এই চারটি গানের জন্য 'গ্লোবাল অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার' পুরস্কার পেয়েছেন।
এখনও পর্যন্ত তিনটি আইফা অ্যাওয়ার্ডস ভরেছেন ঝুলিতে। 'তুম হি হো', 'হাওয়ায়েঁ' ও 'অ্যায় ওয়াতন', 'ঘুংরু' গানের জন্য।
২০১৮ সালে 'পদ্মাবত' ছবিতে 'বিনতে দিল' গানের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন অরিজিৎ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -