Irrfan Khan Family Pics : 'আমাদের পরিবারটা অদ্ভুত', সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন ইরফান-পুত্র
সোশ্যাল মিডিয়ায় পরিবারের কিছু অদেখা ছবি শেয়ার করলেন ইরফান খান পুত্র বাবিল খান। এর পাশাপাশি নিজের 'অদ্ভুত পরিবার'-এর কিছু 'সুন্দর জিনিস' বর্ণনা করতে লিখলেন লম্বা একটি নোট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাবিলের শেয়ার করা একটি ছবিতে একসঙ্গে দেখা যাচ্ছে- ইরফান, সুতপা শিকদার ও আয়ান খানকে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, আমাদের পরিবারটা অদ্ভুত। সবথেকে খারাপ ছিল নিখুঁত প্রতিবেশীদের 'ভাবমূর্তির' সঙ্গে তুলনা। সব অদ্ভুত পরিবার এবং এটাই আমাদের মানুষদের সবথেকে সুন্দর বিষয়গুলির অন্যতম। কী করা যায় তা নিয়ে কোনও ক্লু না থাকা সত্ত্বেও, সেই ভয়কে অস্বীকার করে কোনও বিষয়ে পড়ে থাকি আমরা। আমার পরিবার ; একজন থিসপিস বাবা যিনি এই পৃথিবীর থাকতে চান না।
ইরফানের সঙ্গে একটি ছবি শেয়ার করে বাবিল নিজেকে বর্ণনা করেছেন, এমন একজন শিশু হিসাবে যে ছোটদের/পারিবারিক অ্যানিমেশন ছবি দেখে কাঁদতে ভালবাসে।
বাবিল তার ছোট ভাই অয়নকে এমন একজন প্রতিভাধর যে অর্থনীতি থেকে সঙ্গীত সম্পর্কিত বিষয় খুঁজে বের করতে পারে বলে বর্ণনা করেছে।
গত মাসে বাবিল হোলি উদযাপনের কয়েকটি ছবি শেয়ার করে। প্রখ্যাত পরিচালক তিগমাংশু ধুলিয়ার বাড়িতে হোলি খেলার ছবি। বাবিল লিখেছেন, জীবনের সবথেকে ভাল হোলি উদযাপন করেছি ঝাঁসির বাড়িতে।
খুব শীঘ্রই বাবিল অভিনয় কেরিয়ার শুরু করতে চলেছেন। 'কালা' দিয়ে শুরু হচ্ছে যাত্রা। যার প্রিমিয়ার হবে সরাসরি নেটফ্লিক্সে। ছবিটি প্রোডিউস করছে অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউস।(সব ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -