Deepika Ranveer Vacation: সেপিয়া টোনে প্রেম-যাপন, বিবাহবার্ষিকীর সপ্তাহে পাহাড়ে ছুটি কাটাচ্ছেন রণবীর-দীপিকা
চলতি বছর তিন পেড়িয়েছে তাঁদের দাম্পত্য জীবন। তৃতীয় বিবাহবার্ষিকীর বছর কাটাচ্ছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা যায় দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ ২০১২ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ৬ বছর একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
বরাবরই হ্যাপেনিং জুটির তালিকার শীর্ষে রয়েছেন এই সেলেব দম্পতি। মাঝেমধ্যেই নিজেদের দাম্পত্যের খুঁটিনাটি শেয়ার করেন সোশাল মিডিয়ায়।
কখনও তাঁদের বিয়ের ছবি, কখনও আবার দাম্পত্যের খুনসুটির ছবি। একাধিকবার প্রকাশ্যে এসেছে নানা মুহূর্ত।
এবার তাঁদের বিবাহবার্ষিকীর সপ্তাহের ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে এসেছে। তৃতীয় বিবাহবার্ষিকী পাহাড়েই কাটাচ্ছেন রণবীর আর দীপিকা।
বুধবার সকালেই দীপিকা আর নিজের পাহাড় যাপনের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রণবীর সিংহ।
সেখানে দেখা যাচ্ছে, কখনও পাহাড়ের পাশে, কখনও রণবীরের বাহুডোরে বসে রয়েছেন অনস্ক্রীন পদ্মাবতী।
তবে সবটাই সেপিয়া টোনে। বলার অপেক্ষা রাখে না যা আরও খানিকটা মায়া মাখিয়েছে তাঁদের প্রেম-যাপনের ছবিতে।
তবে কোথায় গিয়েছেন তা কিন্তু স্পষ্ট করেননি রণবীর। শুধু কয়েকটা ইমোজি দিয়েই পোস্ট করেছেন মিষ্টি-মধুর মুহূর্ত। আর জিইয়ে রেখেছেন রহস্য।
উল্লেখ্য পর্দায় তাঁরা প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন 'গোলিয়ো কি রাসলীলা - রামলীলা' ছবিতে। ২০১৮ সালেক ১৪ নভেম্বর বিয়ে করেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -