Celebs Nickname: কেউ ডগ্গু, কেউ চিরকূূট, জেনে নিন তারকাদের আদুরে নাম

ফাইল ছবি

1/5
প্রিয়াঙ্কা চোপড়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর ডাকনাম মিমি। ফরাসী অভিনেত্রী মিমি রজারের নামে অনুপ্রাণিত হয়ে এই নাম রেখেছিলেন তাঁর মা।
2/5
অভিনেত্রী শ্রদ্ধা কপূরকে চিরকূট বলে ডাকেন অনেকে। শ্রদ্ধা কপূর বরুণ ধবনকে জন্মদিনে উইশ করেন। সেই ছবিতে বরুণ কমেন্ট করেন, ধন্যবাদ চিরকূট।
3/5
রনবীর কপূরের ডাকনাম ডগ্গু। রনবীরের মা নীতু কপূর ছেলেকে ডাকেন রেমন্ড বলে। তাঁর কারণ নীতু মনে করেন তাঁর ছেলে একজন যোগ্য মানুষ।
4/5
আলিয়ার বন্ধুরা ভালবেসে অভিনেত্রী ডাকেন আলু বলে।
5/5
বলিউড জগতে জনপ্রিয় নাম সোনম কপূর। আপনি কি জানেন অভিনেত্রীর বাবা তাঁকে কী বলে ডাকেন? গলা লম্বা হওয়ার জন্য তাঁর বাবা তাঁকে ডাকেন জিরাফ বলে।
Sponsored Links by Taboola