Cricketers Marriage ধর্মের বাধা টপকে বিয়ে করেছেন এই তারকা ক্রিকেটাররা
Cricketers Marriage ধর্মের বাধা টপকে বিয়ে করেছেন এই তারকা ক্রিকেটাররা
1/6
কথায় বলে, ভালবাসা কখনও জাতি, ধর্ম, উঁচ-নিচ মানে না। অনেকসময় এমন সম্পর্ক আমরা দেখি, যেখানে যাবতীয় প্রতিবন্ধকতা ভেঙে প্রেমিক-প্রেমিকা একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ভারতীয় ক্রিকেটে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে তারকা ক্রিকেটাররা জাতি-ধর্মের বাধা টপকে বিয়ে করেছেন। আবার অনেক ফিল্মস্টারও তেমনভাবেই ভিনধর্মে বিয়ে করেছেন। আজ এখানে তেমনই কিছু তারকা দম্পতির কথা তুলে ধরা হল, যাঁরা জাতি-ধর্মের বেড়া ভেঙে পছন্দের মানুষকে বেছে নিয়েছেন।
2/6
সাবা করিম-রশ্মি রায় - প্রাক্তন ক্রিকেটার সাবা করিম ১৯৮৯ সালে বিয়ে করেন রশ্মিকে। রশ্মি হিন্দু ছিলেন। সাবা মুসলিম। কিন্তু, দুজনই ধর্মের বাধা টপকে একে অপরকে আপন করে নেন।
3/6
মনসুর পতৌদি-শর্মিলা ঠাকুর - ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদি একজন অত্যন্ত পরিচিত নাম। টাইগার পতৌদি এবং শর্মিলা ঠাকুরের প্রেম আজও লোকের মুখে মুখে ফেরে। দুজনে ১৯৬৯ সালে বিয়ে করেন।
4/6
জাহির খান-সাগরিকা ঘাটগে - প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার একজন সুপারস্টার হওয়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে এক বড় নাম। ২০১৭ সালে অভিনেত্রী সাগরিকাকে বিয়ে করেন জাহির। বিয়ের আগে দুজন একে অপরের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেন।
5/6
মহম্মদ আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানি - ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ১৯৮৭ সালে নৌরীন নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন। ১৯৯৬ সালে তিনি নৌরীনকে বিচ্ছেদ দিয়ে অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন। ২০১০ সালে সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদ হয় আজহারের।
6/6
মহম্মদ কইফ-পূজা যাদব - ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কইফ ২০১১ সালে পূজা যাদবকে বিয়ে করেন। পূজা দিল্লিতে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন। সেখানেই দুজনের আলাপ।
Published at : 05 May 2021 06:01 PM (IST)