Happy Birthday Kareena Kapoor Khan: ৪১-এও মোহময়ী বেবো, সাদা পোশাকে ফ্যাশানিয়েস্তা করিনা
আজ বলিউডের বেবো অর্থাৎ করিনা কাপুরের জন্মদিন। ২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে তার বলিউডে অভিষেক হয়। এ বছর ৪১-এ পড়েছেন অভিনেত্রী। কিন্তু এখনও তিনি একইভাবে নজরকাড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিভিন্ন সাদা পোশাকে করিনার রূপ তাঁকে 'বলিউডের বেগম' এর তকমাও দিয়েছে। সইফ আলি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধের পর থেকে তিনি সরকারিভাবে 'বেগম'ই।
অসামান্য অভিনয়ের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সম্মানীয় পুরস্কারে ভূষিত হয়েছেন বেবো। করিনা কাপুর অভিনীত বিখ্যাত সিনেমা গুলি হল- কাভি খুশি কাভি গম, দেব, উই আর ফ্যামিলি, গুড নিউজ, ভিরে দি ওয়েডিং ইত্যাদি।
আজ করিনা কাপুরের জন্মদিনে সকাল থেকে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন দিদি করিশ্মা কাপুর থেকে বন্ধু কর্ণ জোহর।
বলিউডের বেবো। কখনও দুর্ধর্ষ অভিনয়, কখনও জিরো ফিগারে আইটেম ডান্স, নজর কেড়েছেন প্রত্যেকবার।
'জব উই মেট' ছবির গীত চরিত্রে হোক বা '৩ ইডিয়টস'-এর পিয়া, করিনা কপূরের তুলনা তিনি নিজেই।
রোম্যান্টিক কমেডি থেকে ক্রাইম ড্রামা, সব ধরনের ছবিতেই সমান স্বচ্ছন্দ। এখনও পর্যন্ত ছটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী।
জন্মদিনটা দুই পুত্র আর সইফের সঙ্গে মলদ্বীপে কাটাচ্ছেন বেবো, এমনটাই খবর।
করিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াতও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -