Celebrities Relationship জানেন কি? মা রাজি থাকলে, ধর্মেন্দ্র নয়, সঞ্জীব কুমারের স্ত্রী হতেন হেমা!
ছবিতে কাজ করতে করতে প্রায়ই এমন হয় যে অভিনেতা-অভিনেত্রী একে অপরের কাছাকাছি চলে আসেন। একসময়ের জনপ্রিয় অভিনেতা সঞ্জীব কুমারের জীবনেও এমনটা ঘটেছিল। কথিত আছে, সীতা অউর গীতা সিনেমার শ্যুটিংয়ের সময় হেমা মানিনীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন সঞ্জীব। এমনকী, তাঁকে বিয়েও করতে চেয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলা হয়, হেমাকে বিয়ের প্রস্তাব নিয়ে অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন সঞ্জীব। কিন্তু, সঞ্জীবকে প্রত্যাখ্যান করেন হেমার বাবা-মা। হেমার মা সঞ্জীবকে বলেছিলেন, সমগোত্রর কোনও ছেলের সঙ্গে তিনি তাঁর মেয়ের বিয়ে দেবেন। এমনকী, সেই পাত্র পছন্দও করে ফেলেছেন তিনি বলেও জানিয়েছিলেন।
হেমা রাজি ছিলেন সঞ্জীবকে বিয়ে করতে। কিন্তু, মায়ের আদেশের সামনে নত হতেই হয় তাঁকে। সেটি ১৯৭৩ সালের ঘটনা। এরফলে, সঞ্জীব ভীষণ মানসিক ধাক্কা খেয়েছিলেন। তিনি অন্য একজনকে বিয়ে করে নেন।
এর প্রভাব পড়ে সঞ্জীব ও হেমার পেশাদার জীবনেও। শোলে শ্য়ুটিংয়ের সময় ধর্মেন্দ্র যখন সঞ্জীব ও হেমার এই বিষয়টি জানতে পারেন,তখন ক্ষিপ্ত ধর্মেন্দ্র সঞ্জীবের সঙ্গে অভিনয় করতে অস্বীকার করেন। সঞ্জীবকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত। এমনকী, তিনি বিয়েও করতে চেয়েছিলেন সঞ্জীবকে। কিন্তু, সঞ্জীব তাঁকে প্রত্যাখ্যান করেন।
এরপর সুলক্ষণা সারা জীবন আর কাউকে বিয়ে করেননি। ১৯৭৬ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জীব। তখন তাঁর বয়স মাত্র ৪৭ বছর ছিল। এরপর ১৯৭৯ সালে ধর্মেন্দ্রকে বিয়ে করেন হেমা। মা রাজি থাকলে ধর্মেন্দ্রর নয়, সঞ্জীবের স্ত্রী হতেন হেমা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -