Malaika Arora: বৃষ্টির দিনে জিমের বাইরে ক্যামেরাবন্দি মালাইকা
বলিউডের এই অভিনেত্রী ফিটনেট ফ্রিক। হালফিলের নায়িকাদের অনায়াসেই পাল্লা দিতে পারেন তিনি। তিনি মালাইকা অরোরা। এর আগেও একাধিকবার ভাইরাল হয়েছে তাঁর জিম লুক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোমবারও যোগা ক্লাস থেকে বেরোতেই পাপারাৎজিরা লেন্সবন্দি করলেন তাঁকে। একইভাবে জিমওয়্যারেও নজর কাড়ছিলেন তিনি।
বেজ রঙা জিমের পোশাকে দেখা যায় নায়িকাকে। চুল তুলে খোঁপা করা।
বেজ রঙের ট্য়াঙ্ক-টপ সঙ্গে রং মিলিয়ে টাইটস পরেছিলেন মালাইকা। মাথায় খোঁপা এবং অবশ্যই মুখ ঢাকা ছিল মাস্কে।
বি-টাউনে এমনিতে স্বাস্থ্য সচেতন বলেই খ্যাত মালাইকা। তিনি নাকি একদিনও জিমে যেতে ভোলেন না।
মালাইকা অরোরার পারফেক্ট বডিশেপ অনেক দর্শকেরই ঈর্ষার কারণ।
এরকম চেহারা বজায় রাখার জন্য অবশ্য যোগাকেই ধন্যবাদ দেন মালাইকা।
পোস্ট হতেই এই ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শুধু জিম লুকেই নয়, যে কোনও পোশাকেই নজর কাড়েন মালাইকা অরোরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -