Malaika Arora: বৃষ্টির দিনে জিমের বাইরে ক্যামেরাবন্দি মালাইকা
ক্য়ামেরাবন্দি মালাইকা
1/9
বলিউডের এই অভিনেত্রী ফিটনেট ফ্রিক। হালফিলের নায়িকাদের অনায়াসেই পাল্লা দিতে পারেন তিনি। তিনি মালাইকা অরোরা। এর আগেও একাধিকবার ভাইরাল হয়েছে তাঁর জিম লুক।
2/9
সোমবারও যোগা ক্লাস থেকে বেরোতেই পাপারাৎজিরা লেন্সবন্দি করলেন তাঁকে। একইভাবে জিমওয়্যারেও নজর কাড়ছিলেন তিনি।
3/9
বেজ রঙা জিমের পোশাকে দেখা যায় নায়িকাকে। চুল তুলে খোঁপা করা।
4/9
বেজ রঙের ট্য়াঙ্ক-টপ সঙ্গে রং মিলিয়ে টাইটস পরেছিলেন মালাইকা। মাথায় খোঁপা এবং অবশ্যই মুখ ঢাকা ছিল মাস্কে।
5/9
বি-টাউনে এমনিতে স্বাস্থ্য সচেতন বলেই খ্যাত মালাইকা। তিনি নাকি একদিনও জিমে যেতে ভোলেন না।
6/9
মালাইকা অরোরার পারফেক্ট বডিশেপ অনেক দর্শকেরই ঈর্ষার কারণ।
7/9
এরকম চেহারা বজায় রাখার জন্য অবশ্য যোগাকেই ধন্যবাদ দেন মালাইকা।
8/9
পোস্ট হতেই এই ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
9/9
শুধু জিম লুকেই নয়, যে কোনও পোশাকেই নজর কাড়েন মালাইকা অরোরা।
Published at : 02 Aug 2021 06:53 PM (IST)