তারকা ঝলমলে মণীষের হাউস পার্টি, বলিউডের কোন কোন স্টার উপস্থিত ছিলেন?
মণীষ মলহোত্রর বাড়িতে 'চাঁদের হাট'। ফ্যাশন ডিজাইনারের হাউস পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের স্টারেরা এবং তাঁদের পত্নীরাও। বৃহস্পতিবার রাতে মণীষের বান্দ্রার ফ্ল্যাটে বসেছিল তারকার মেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকালো কোট প্যান্ট সঙ্গে মানানসই চশমায় উপস্থিত ছিলেন মণীষের প্রিয় বন্ধু পরিচালক-প্রযোজক কর্ণ জোহর।
নজরকাড়া ব্ল্যাক হাগিং পোশাকে এসেছিলেন মালাইকা অরোরা। টোনড বডিতে অভিনেত্রীর লুক ছিল নজরকাড়া।
মনীষের সঙ্গে সেলফিতে নজর কেড়েছেন করিশ্মাও। উজ্জ্বল রঙে ব্ল্যাক পোশাকে ঝলমলে ছিলেন করিনা।
বলিউডের স্টার অভিনেতাদের স্ত্রী-রাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। গার্ল গ্যাংয়ের সঙ্গে সেলফিও তোলেন ডিজাইনার।
পার্টিতে উপস্থিত ছিলেন চাংকি পাণ্ডের স্ত্রী কন্যাও। অন্যন্যা পাণ্ডে এবং ভাবনা পাণ্ডে দুজন্মেই ছিলেন স্টানিং লুকে।
মণীষের গার্লস গ্যাং। উপস্থিত রয়েছেন শাহরুখ-জায়া গৌরি খানও।
পার্টির মুহুর্ত ধরা পড়েছে সেলফিতেও।
ব্ল্যাক পোশাকে নজর কেড়েছেন অন্যন্যা পাণ্ডেও। নেটিজেনদের কথায়- গর্জিয়াস।
ছবিতে পার্টিতে উপস্থিত মহিলা সদস্যরা। ফ্যাশনে নজর কেড়েছেন প্রায় সকলেই।
ডিজাইনার লং পোশাকে গৌরি খান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -