Miss Universe Pageant: আর ব্রাত্য নয় বিবাহিত নারী, ব্রহ্মাণ্ড সুন্দরী হতে পারবেন মায়েরাও, পাল্টাবে সৌন্দর্যের সংজ্ঞা!
সময়ের সঙ্গে বদলেছে সৌন্দর্যের সংজ্ঞা। দেরিতে হলেও, পরিবর্তনের পথে এগোল আন্তর্জাতিক মিস ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতা। বিবাহিত মহিলা থেকে মায়েরাও তাতে অংশ নিতে পারবেন এ বার থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২৩ সালে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছে। আর তার হাত ধরেই আসছে পরিবর্তন। সংস্থার তরফে জানানো হয়েছে, সামাজিক দৃষ্টিভঙ্গিতেও বিবর্তন প্রয়োজন। তাই যুগোপযোগী হয়ে ওঠার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়, “আমরা মনে করি, প্রত্যেক নারীর নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। সাফল্যের পথে ব্যক্তিগত জীবন কখনও বাধা হয়ে ওঠা উচিত নয়।”
বাহরাইনে মিস ইউনিভার্স প্রতিযোগিতার সর্বভারতীয় ডিরেক্টর জশ ইউজেন বলেন, “এই সঙ্কীর্ণতা কাটিয়ে উঠতে দীর্ঘ দিন লড়াই করছিলাম। প্রাচীন রীতিনীতি ঝেড়ে ফেলা উচিত আমাদের।”
ব্রহ্মাণ্ড সুন্দরী হতে বিশ্বের বহু দেশের মেয়েরা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন। জয়ের মুকুট মাথায় উঠুক বা না উঠুক, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া মানেই জীবন বদলে যাওয়া।
কিন্তু প্রতিযোগী বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই কড়া বিধি চালু ছিল। এ যাবৎ শুধুমাত্র অবিবাহিত মেয়েরাই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময়ই শুধু নয়, জয়ী হওয়ার পরও সঙ্গে সঙ্গে বিবাহের অনুমতি ছিল না বিজয়ী প্রতিযোগীর। পরবর্তী বিজয়নীর মাথায় মুকুট তুলে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হত তাঁকে।
তবে এ বার প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেই আর বিবাহিত-অবিবাহিতের বিভেদ থাকল না। বিবাহিত এবং সন্তানের মায়েরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
তবে বয়সের সময়সীমা আগের মতোই রয়েছে। ১৮ থেকে ২৮ বছর বয়সি মেয়েরাই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
গতবছর ভারতের হরনাজ সাঁধু মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হন। তাঁকে নিয়ে এ যাবৎ নিয়ে তিন জন মিস ইউনিভার্স পেয়েছে ভারত। বাকি দু’জন হলেন সুস্মিতা সেন এবং লারা দত্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -