Health Tips: 'এনার্জি' বাড়াতে প্রাতঃরাশে রাখতে পারেন এই খাবারগুলি
Boost Your Energy With Breakfast: সকালের প্রথম খাবার মানে ব্রেকফাস্টে কী থাকছে, সেটা অনেক কিছুর জন্যই জরুরি। প্রাতঃরাশে সঠিক খাওয়াদাওয়া মানে দিনের অনেকটা সময় এনার্জির ঘাটতি না হওয়া।
প্রাতঃরাশে রাখতে পারেন এই পদগুলি
1/8
ঘুম থেকে উঠে সকালের প্রথম খাবার মানে ব্রেকফাস্টে কী থাকছে, সেটা শুধু রসনাতৃপ্তি নয়। আরও অনেক কিছুর জন্যই জরুরি। (সব ছবি প্রতীকী)
2/8
প্রাতঃরাশে সঠিক খাওয়াদাওয়া মানে দিনের অনেকটা সময় এনার্জির ঘাটতি না হওয়া। কিন্তু সেই জন্য সঠিক খাওয়াদাওয়ার তালিকাটা মনে রাখা দরকার।
3/8
সহজ-সরল এনার্জি বাড়ানোর জন্য ব্রেকফাস্ট টেবিলে থাকতে পারে ডিম ও টোস্ট।
4/8
তার পর পনীর রোলের কথাই ধরা যাক! জিভে জল আনা তো বটেই, রোলের ভিতর যে পনীর ও সব্জি থাকে তারও গুণাগুণ কম নয়।
5/8
ব্রেকফাস্ট হিসেবে ডিম ও টোস্ট আমাদের অনেকের বেশ পরিচিত। কিন্তু ধরুন, স্বাদ বদলের জন্য একদিন 'ধোসা'-ও খেয়ে দেখতে পারেন।
6/8
দক্ষিণ ভারতীয় এই খাবারটিও কিন্তু ডিম ও টোস্টের মতোই দিনের বেশ কিছুটা অংশ আপনাকে এনার্জি জোগাবে।
7/8
এছাড়া নিরামিষ উপমাও দারুণ কার্যকরী। নানা খনিজ পদার্থ সমৃদ্ধ এই উপমা আপনাকে অনেকক্ষণ চনমনে রাখতে পারে।
8/8
কপি দিয়ে তৈরি পরোটা বা 'গোবি পরোটা'-ও ফাইবার সমৃদ্ধ। ফলে এরও গুণাগুণ কম নয়। তবে বিশেষ কোনও শারীরিক সমস্যা থাকলে পুষ্টিবিদ বা ডাক্তারের পরামর্শ নিয়েই প্রাতঃরাশের মেনু ঠিক করুন।
Published at : 24 Aug 2022 12:30 AM (IST)