Rishi Kapoor Birth Anniversary: ঋষি কপূরের জন্মদিবসে গেট টুগেদার, নজর কেড়ে নিল বিশেষ কেক
রবিবার প্রয়াত স্বামী ঋষি কপূরের জন্মদিবস উপলক্ষে এক বিশেষ গেট টুগেদার আয়োজন করেন নীতু কপূর। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/hananjafry/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই গেট টুগেদারে কপূর পরিবারের সদস্যদের পাশাপাশি শত্রুঘ্ন সিনহা, ডেভিড ধবনকেও দেখা যায়। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/hananjafry/
ঋষি কপূরের ভাই রণধীর কপূরকেও এই গেট টুগেদারে দেখা যায়। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/hananjafry/
ঋষি কপূরের জন্মদিবস উপলক্ষে একটি বিশেষ কেক তৈরি করা হয়। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/hananjafry/
ঋষি কপূরের প্রমাণ সাইজের একটি কাটআউটও রাখা হয়েছিল। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/hananjafry/
১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর জন্ম হয় ঋষি কপূরের। গত বছরের ৩০ এপ্রিল তিনি প্রয়াত হন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/hananjafry/
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ঋষি কপূর। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/hananjafry/
ঋষি কপূরের ছেলে রণবীরও জনপ্রিয় অভিনেতা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/hananjafry/
ঋষি কপূরের উদ্দেশে একটি আবেগঘন বার্তা লিখেছেন নীতু কপূর।
ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন ঋষি কপূর। মারণ রোগের বিরুদ্ধে তাঁর সেই লড়াইয়ের কথা উল্লেখ করেছেন নীতু কপূর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -