Kedarnath Temple: বন্ধ মন্দিরে ৬ মাস ধরে জ্বলতে থাকে প্রদীপ! কেদারনাথের মাহাত্ম্যে ছুটে যান দর্শনার্থীরা
ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গে ও চারধাম তীর্থভূমির মধ্যে অন্যতম কেদারনাথ। অতি পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে এই ভূমিকে দেখা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গের আকার ত্রিকোণাকৃতি। উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত এই শিব মন্দির।
কেদার কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে ছয় মাসের জন্য উখিমঠে নিয়ে গিয়ে পূজা করা হয়।
এই মন্দির বন্ধ হওয়ার আগে প্রদীপ জ্বালিয়ে যাওয়া হয়। ছ'মাস পরও একইভাবে সেই প্রদীপ জ্বলতে দেখা যায় মন্দির খোলার পর।
মহাভারতেও কেদারনাথ মন্দিরের উল্লেখ আছে। এটি একটি জ্যোতির্লিঙ্গ। কথিত আছে, পাণ্ডবরা এখানে তপস্যা করে শিবকে তুষ্ট করেন।
ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন মহাদেব এমন খবর পান পাণ্ডবেরা। কেদারনাথে বৃষের পিঠের কুঁজকেই জ্যোতির্লিঙ্গ হিসাবেই পুজো করা হয়।
এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড। এখানে কেদারনাথ নামে পূজিত হয় শিব।
এই মন্দিরের নানা স্থান মাহাত্ম্য রয়েছে। উত্তরাখণ্ডের বিপর্যয়ের সময় চতুর্দিক ভেসে গেলেও একা দাঁড়িয়ে ছিল কেদারনাথের মন্দির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -