Broken But Beautiful 3: আসছে ‘বিবিবি ৩’, নজর কাড়ছে রোমান্টিক ওয়েব সিরিজের সেটের ছবি
টেলিভিশন হার্টথ্রব সিদ্ধার্থ শুক্লার অভিষেক খুব শীঘ্রই ডিজিটাল মাধ্যমে অভিষেক হতে চলেছে। ব্রোকেন বাট বিউটিফুট ৩-তে দেখা যাবে তাঁকে। অল্টবালাজির এই ওয়েব সিরিজের জন্য সাগ্রহে অপেক্ষায় রয়েছেন সিদ্ধার্থর অনুরাগীরা। বিগ বস ১৩-জয়ীর বিবিবি-৩ তে প্রধান ভূমিকায় অভিনয়ের কথা ঘোষণার পর থেকেই তাঁরা এই ওয়েব সিরিজের জন্য মুখিয়ে রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিদ্ধার্থকে রশমি দেশাই, জসমিন ভাসিন, প্রত্যূষা বন্দ্যোপাধ্যায়দের মতো টেলিভিশন তারকাদের সঙ্গে দেখা গেছে। ব্রোকেন বাট বিউটিফুল ৩-তে তাঁকে নবাগতা সোনিয়া রাঠির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। আর এই ওয়েব সিরিজের সেটের কিছু ছবি সিদ্ধার্থর অনুরাগীদের মুগ্ধ করবেই।
সিদ্ধার্থ ওয়েব সিরিজে অগস্ত্যর ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে, রুমির ভূমিকায় দেখা যাবে সোনিয়া রাঠিকে। ছবি দুজনের অনস্ত্রিন সম্পর্কের রসায়ন দারুণভাবে ফুটে উঠেছে। আর এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মে মাসের প্রথম সপ্তাহেই এই ওয়েব সিরিজের টিজার লঞ্চ হতে পারে বলে জল্পনা রয়েছে। যদিও এ ব্যাপারে একতা কপূর কিছু জানাননি।
বালিকা বধূ-র শিবের ভূমিকায় দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। এরপর তাঁকে রশমি দেশাইয়ের বিপরীতেও দেখা গিয়েছিল। সলমন খানের বিগ বস ১৩-এ অংশগ্রহণ করে প্রচারের আলোয় এসেছিলেন তিনি। (সমস্ত ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -