Padma Shri Award:'সরকারের কাছে কৃতজ্ঞ', পদ্মশ্রী পুরস্কার পেয়ে আপ্লুত কঙ্গনা, আদনান সামি
এ বছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন কঙ্গনা রানাওয়াত, আদনান সামি সহ অনেক তারকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই অনুষ্ঠানে একটি ক্রিম ও সোনালী রঙের শাড়িতে নিজেকে সাজিয়ে হাজির হয়েছিলেন কঙ্গনা।
মাথায় দুটো খোঁপা করে মানানসই কানের দুল পরেছিলেন কঙ্গনা। নজরকাড়া শাড়ির সঙ্গে সামান্য মেকআপ করেছিলেন তিনি।
এই পুরস্কার পেয়ে ইনস্টাগ্রামে সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।
পুরস্কার পেয়ে আপ্লুত সঙ্গীতশিল্পী আদনান সামিও। তিনি বলেন, কখনও কখনও আপনার কাছে নিজেকে প্রকাশ করার শব্দ থাকে না।
সঙ্গীতশিল্পী বলেন, সরকারের কাছে কৃতজ্ঞ। মানুষের প্রতি কৃতজ্ঞ, তাদের ছাড়া কিছুই সম্ভব নয়। এটা আমি আমার বাবা-মাকে উৎসর্গ করছি।
আদনান সামি সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, এটি কেবল একটি সম্মান নয়, একটি দায়িত্বও, যা আমি ভালভাবে পালন করার চেষ্টা করব।
এছাড়া পণ্ডিত ছান্নুলাল মিশ্র আজ পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত হন। এএনআই-এর প্রতিবেদনে লেখা হয়, 'বিশিষ্ট হিন্দুস্তানি ক্লাসিক্যাল গায়ক পণ্ডিত ছান্নুলাল মিশ্র পদ্ম বিভূষণ ২০২০ সম্মানে সম্মানিত হলেন।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -