LK Advani Birthday:কেক কেটে, গোলাপ ফুলের তোড়া উপহার দিয়ে আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা মোদির
কেক কেটে লালকৃষ্ণ আডবাণীর জন্মদিন পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন প্রাক্তন উপ প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে যান নরেন্দ্র মোদি। বাড়িতে গিয়ে প্রবীণ নেতাকে শুভেচ্ছা জানান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। এর আগে ট্যুইটে লালকৃষ্ণ আডবাণীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ আডবাণীর ৯৪ তম জন্মদিন। প্রধানমন্ত্রী সহ বিজেপির প্রথমসারির নেতৃবৃন্দ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ছাড়াও উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও আডবাণীর বাসভবনে যান। কেক কেটে আডবাণীর জন্মদিন পালন করলেন প্রধানমন্ত্রী। প্রবীণ এই বিজেপি নেতার হাতে তুলে দেন গোলাপ ফুলের তোড়া।
কেক কাটার পর আডবাণীর হাত ধরে তাঁকে বাড়ির বাইরে নিয়ে আসতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এরপর বিজেপি নেতারা আডবাণীর সঙ্গে একটি টেবিলে বসেন। বিগত জন্মদিনও প্রধানমন্ত্রী এভাবেই আডবাণীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আডবাণীর পা ছুঁয়ে আশীর্বাদও নিয়েছিলেন তিনি।
প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, সম্মানীয় লালকৃষ্ণ আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘ জীবন কামনা করছি। সাধারণ মানুষের ক্ষমতায় ও আমাদের সংস্কৃতির গৌরব বাড়াতে প্রয়াস করেছেন তিনি। এ জন্য দেশ তাঁর কাছে ঋণী। পাণ্ডিত্য ও বুদ্ধিমত্তার জন্য তিনি সবার কাছে সম্মানীয়।
আডবাণীর জন্ম সিন্ধু প্রদেশ (বর্তমানে পাকিস্তানে)-এর করাচি শহরে।
তিনি এক সিন্ধি হিন্দু পরিবারের সন্তান। অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে তিনি ছিলেন উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।
গোলাপের তোড়া প্রবীণ বিজেপি নেতার হাতে তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -