Suniel Shetty Movies: পাচারচক্র থেকে ১৩০ মেয়েকে উদ্ধার, বিস্মৃত সুনীল বাস্তবেও নায়ক
সিজিআই, স্টান্ট ডাবলের রমরমা তখনও শুরু হয়নি। অ্যাকশন হিরো বলতে মানুষ বুঝতেন হলগরম করা ডায়লগ এবং ঘুষোঘুষি। সেই সময়ই বলিউডে আবির্ভাব সুনীল শেট্টির। হিন্দি ছবিতে অ্যাকশনের ভোলবদল তাঁর হাত ধরেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিত্তশালী ব্যবসায়ী পরিবারে জন্ম হলেও অভিনয়ের প্রতি ভালবাসার হাতছানি এড়াতে পারেননি সুনীল। দীর্ঘ তিন দশকের কেরিয়ারে ১১০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। যৌনপল্লীতে বিক্রি হওয়া থেকে ১৩০ তরুণীকে নিজের খরচে উদ্ধার করে এনেছিলেন।
কিন্তু কালের স্রোতে বলিউডে এখন বিস্মৃত সুনীল। অভিনয়ে দেখাই যায় না তাঁকে। বরং তারকাদের ক্রিকেট এবং পরিবারের ব্যবসা নিয়েই ব্যস্ত তিনি। কিন্তু ৯০-এর দশকের হিন্দি ছবিতে সুনীলের ভূমিকা অনস্বীকার্য। একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। একঝলকে দেখে নিন সুনীলের সেরা কিছু ছবি।
‘বর্ডার’ ছবির কথা উঠলেই মনে আসে সেনা, দেশপ্রেম এবং আত্মত্যাগ। কিন্তু তারকাখচিত ওই ছবিতে সুনীলের চরিত্রই সবচেয়ে নজর কাড়ে।
‘ভাই’ ছবির চিত্রনাট্য কাদের খানের লেখা। ভাইকে সঙ্গে নিয়ে গ্রামের সাধারণ ছেলে রোজগারের খোঁজে শহরে আসে। কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত তার জীবনের মোড় খুরিয়ে দেয়। গ্যাংস্টার করে তোলে। ছবিতে সুনীলের অভিনয় নজর কাড়ে।
হিন্দি ছবিতে প্রত্যাখ্যাত প্রেমিকের চরিত্রের কথা উঠলেই সবার আগে মনে পড়ে ‘ধড়কন’ ছবির কথা। ছবিতে সুনীলের আউড়ানো সংলাপ আজও মুখে মুখে ফেরে। একই ভাবে ‘দিলওয়ালে’ ছবিতে অজয় দেবগণের পাশে থেকেও নিজের দিকে নজর কাড়েন সুনীল।
‘টিপ টিপ বরসা পানি’, ‘তু চিজ বড়ি হ্যায়’—জনপ্রিয় গানের দৌলতেই ‘মোহরা’ পরিচিত আজকের প্রজন্মের কাছে। কিন্তু ছবির মূল গল্পই সুনীলকে ঘিরে।
‘অ্যাকশন হিরো’র স্টিরিওটাইপ ঝেড়ে ফেলে সম্পূর্ণ অন্য ভাবে ‘হেরাফেরি’ সিরিজের দু’টি ছবিতে ধরা দেন সুনীল। পরেশ রাওয়াল, অক্ষয় কুমার থাকলেও, সুনীলের কমিক টাইমিং নজর কাড়বেই।
যমজ ভাইয়ের গল্প ‘গোপী কিষেণ’। এক জন পুলিশ কর্মী, অন্য জন অপরাধী। দুই চরিত্রেই অনবদ্য সুনীল।
শাহরুখ খানের মতো তারকাকে ‘ম্যা হুঁ না’ ছবিতে রীতিমতো টেক্কা দিয়েছেন সুনীল। বেশ কিছু দিনের বিরতির পর ওই ছবিতে একেবারে অন্য ভূমিকায় দেখা যায় তাঁকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -