কৃশিব না কৃষ্ণ? যশোদার সাজে নজর কাড়লেন পূজাও
একরত্তি কৃষ্ণকে কোলে নিয়ে বসে মা যশোদা। শাসনের ভঙ্গিতেও যেন ঝরে পড়ছে আদর। কৃষ্ণ সাজে ছোট্ট ছেলে কৃশিবের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। আর যশোদা সাজলেন নিজে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজন্মাষ্টমী উপলক্ষ্যে ছোট্ট কৃশিবকে হলুদ ধুতি, বাঁশি আর মুকুটে সাজিয়েছিলেন পূজা। নিজেও সেজেছিলেন এক্কেবারে সাবেকি সাজে।
বাড়িতে অনুষ্ঠানও হয়েছিল এদিন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাগ করে নিলেন পূজা।
মা হয়েছেন অভিনেত্রী পূজা। কাজের পাশাপাশি এখন তাঁর সময় কাটে একরত্তি কৃশিবকে নিয়েই। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাগ করে নেন ছেলের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্ত।
২০২০ সালে মা হয়েছেন পূজা বন্দ্যোপাধ্যায়। বাবা হয়েছেন কুণাল বর্মা। কুণালের সঙ্গে ইতিমধ্যেই আইনি বিয়ে সারা হয়ে গিয়েছে পূজার।
তবে করোনা পরিস্থিতিতে সামাজিক বিয়ে সারতে পারেননি পূজা-কুণাল। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যেই পূজার কোলে এসেছে ছোট্ট কৃশিব।
বিভিন্ন পুজো থেকে শুরু করে বাড়ির অনুষ্ঠান, সবসময় সামিল থাকেন পূজা আর কৃশিব। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সেই ছবিও।
কৃশিবকে সামলেই ফের কাজে যোগ দিয়েছেন পূজা। তবে ছেলে বড় না হওয়া পর্যন্ত টানা কোনও কাজ করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শ্যুটিং থাকলেও পূজার মন পড়ে থাকে বাড়িতে। ছেলেকে অন্য কারও হাতে ছাড়তে ভয় পান তিনি। টিভি বা মোবাইলের অভ্যাস না করিয়ে গান গেয়ে বা নাচ করেই ছেলেকে আনন্দ দিতে পছন্দ করেন পূজা।
নেটিজেনদের চোখের মণি কৃশিবও। সোশ্যাল মিডিয়ায় একরত্তির ছবি শেয়ার করলে কমেন্টবক্স ভালোবাসায় ভরিয়ে দেন সবাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -