Rahul Vaidya Range Rover: ‘খতরোঁ কে খিলাড়ি ১১’-তে যোগ দিচ্ছেন, তার আগে নতুন গাড়ি রাহুল বৈদ্যর
বিগ বস ফাইনালে রুবিনা দিলায়েকের কাছে হেরে গেলেও, এই প্রতিযোগিতার মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন গায়ক রাহুল বৈদ্য। এবার তিনি আরও একটি রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি ১১’-তে যোগ দিচ্ছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Rubina Diliak
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ আফ্রিকার কেপ টাউনে হবে অ্যাডভেঞ্চার রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি ১১’-র শ্যুটিং। মোট ১২ জন প্রতিযোগী সেখানে যাবেন। তাঁদের অন্যতম রাহুল। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Rahul Vaidya
দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন রাহুল। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Rahul Vaidya
সোশ্যাল মিডিয়ায় নতুন গাড়ির ছবি দিয়ে রাহুল লিখেছেন, অনেক পরিশ্রম করে তবেই এই গাড়ি কিনতে সক্ষম হয়েছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Rahul Vaidya
একটি পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, রাহুলের এই নতুন বিলাসবহুল গাড়ির দাম শুরু ৭৩.৯৮ লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ দাম ১.০৮ কোটি টাকা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Rahul Vaidya
বান্ধবী দিশা পারমারের সঙ্গে রাহুলের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Rahul Vaidya
সম্প্রতি রাহুলের একটু নতুন গান বেশ জনপ্রিয় হয়েছে। ফলে তিনি অত্যন্ত খুশি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Rahul Vaidya
- - - - - - - - - Advertisement - - - - - - - - -