'Her Story' Update: সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'তার গল্প', পরিচালনায় সুদীপ্ত দে
'তার গল্প' (Her Story) নিয়ে আসছেন পরিচালক সুদীপ্ত দে। ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সোমেন্দু দে ও সুদীপ্ত দে-কেও। এছাড়াও ছবিতে রয়েছেন বিমল বন্দ্যোপাধ্যায়, রমেন রায়চৌধুরী, পাপিয়া সেন প্রমুখ।
ছবিটিতে পরিচালক সুদীপ্ত দে-র বাস্তব জীবনের সংগ্রাম ও ঘটনা দেখানো হয়েছে। 'তার গল্প' সিনেমার মাধ্যমে পরিচালক নিজের যন্ত্রণা তুলে ধরার চেষ্টা করেছেন।
এই ছবিটি ইতিমধ্যেই বেশ কিছু পুরস্কার পেয়েছে। যেমন এআরএফএফ বার্সেলোনা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ২০১৯, অস্ট্রিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯, এআরএফএফ আমস্টারডাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ২০১৯, রাশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাব ২০১৯, রোম ফিল্ম অ্যাওয়ার্ডস ২০১৯, ইন্ডি ভিসনস ফিল্ম ফেস্টিভ্যাল ভার্জিনিয়া ২০১৯, ফ্রেঞ্চ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯।
ছবিতে পরিচালক শান্তনু রায়কে দেখতে পাব। ছবির শুরু হচ্ছে তাঁর স্ত্রীর মৃত্যু দিয়ে। যখন তাঁর ছবির কাজ প্রায় শেষের দিকে তখন দুই ধরনের লড়াই লড়তে হয় তাঁকে। প্রথম ক্যানসারের সঙ্গে, দ্বিতীয় ছবির সেন্সর নিয়ে।
ভারতের মতো গণতন্ত্রে, তাঁর সিনেমা একটি উদ্ভট কারণে সেন্সর পায়। হতাশাগ্রস্ত শান্তনু বিভ্রান্ত হয় যে এই অল্প সময়ের মধ্যে সে কী করবে!
কাকে বাঁচাবে শান্তনু? তাঁর নিজের সৃষ্টিকে নাকি যার সঙ্গে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন তাকে?
যখন আমরা শান্তনুর স্ত্রীর জীবনের যুদ্ধকে অনুসরণ করি, আমরা বুঝতে পারি যে ক্যানসার কেবল জীবিতদের একটি রোগ নয়, এটি আমাদের চিন্তা, আমাদের কর্ম, আমাদের সমাজে বিরাজমান। এটি এককভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করতে সক্ষম; শিল্পীকে নীরব করতে সক্ষম।
সাম্প্রতিক সময়ের একটি সত্য ঘটনা অবলম্বনে এটি প্রেম, আবেগ এবং লড়াইয়ের চলচ্চিত্র। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন পার্থ সেনগুপ্ত।
ছবিতে অতিথি শিল্পী হিসাবে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে দেখা যাবে। থাকবেন প্রাক্তন বিচারক অশোক গঙ্গোপাধ্যায়, রাজনীতিক সুজন চক্রবর্তী, আইএএস অর্ধেন্দু সেন, রাজনীতিক অরুণাভ ঘোষ, রাজনীতিক ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজা সেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -