Ranbir Alia Pics: করোনা জয় করে স্বমহিমায় রনবীর, সঙ্গী আলিয়া
বৃহস্পতিবার পাপারাৎজির ক্যামেরার সামনে দেখা গেল রনবীর কপূর এবং আলিয়া ভট্টকে। ব্রহ্মাস্ত্র-র শ্যুটিংয়ের জন্য ডাবিংয়ে গিয়েছিলেন তাঁরা। এই ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর এই নিয়ে দ্বিতীয়বার দেখা গেল রনবীর কপূরকে। গত মাসে রনবীরের মা নীতু কপূরও করোনায় আক্রান্ত হন।
এদিন রনবীরকে দেখা যায় কালো শার্ট এবং ট্র্যাক প্যান্টে। সঞ্জুর অভিনেতা করোনা আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন।
এবার রনবীর কপূর এবং আলিয়া ভট্টকে দেখা যাবে ব্রহ্মাস্ত্র ছবিতে। এই প্রথম তাঁদের একসঙ্গে কোনও ছবিতে দেখবেন দর্শকরা।
আলিয়া ভট্টকে দেখা যায় সাদা শার্ট এবং নীল রঙের ডেনিমে । করোনা আবহে তাঁর মুখে ছিল মাস্ক।
ব্রহ্মাস্ত্র ছবির জন্য অপেক্ষায় আছেন দর্শকরা। গত মাসে সোশ্যাল মিডিয়ায় ব্রহ্মাস্ত্র-র ছবি পোস্ট করেন আলিয়া।
ব্রহ্মাস্ত্র ছবিতে আছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন। যদিও ছবি মুক্তির তারিখ এখনও জানা যায়নি। এদিকে আলিয়াকে গাঙ্গুবাই কাঠিওয়াড়ি ছবিতে দেখা যাবে। আগামী ৩০ জুলাই এই ছবি মুক্তি পাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -