Rishi Kapoor Death Anniversary: ঋষি কপূরের মৃত্যুর একবছর, স্মৃতিরোমন্থন রনবীরের, উপস্থিত আলিয়াও
ঠিক একবছর আগে আজকের দিনে চলে গিয়েছিলেন বলিউড অভিনেতা ঋষি কপূর। আজ তাঁর স্মৃতিতে আয়োজন করা হয়েছিল পুজোর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন ঋষি কপূরের স্ত্রী তথা অভিনেত্রী নীতু কপূরের বাড়িতে পুজোর আয়োজন করা হয়। সেখানো উপস্থিত হন রনবীর কপূর এবং তাঁর চর্চিত বান্ধবী তথা অভিনেত্রী আলিয়া ভট্ট।
এদিন বাড়িতে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হন রনবীর। তাঁর পরনে ছিল সাদা টি-শার্ট এবং ডেনিম।
দিনকয়েক আগে করোনা মুক্ত হয়েছেন বরফি-র অভিনেতা রনবীর কপূর। আইসোলেশন পর্ব কাটিয়ে ফিরেছেন স্বাভাবিক জীবনে। করোনা আবহে তাঁর মুখে ছিল মাস্ক।
করোনা আক্রান্ত হয়েছিলেন আলিয়া ভট্টও। গাঙ্গুবাই কাঠিওয়াড়ি ছবিতে এরপর দেখা যাবে অভিনেত্রীকে। আগামী ৩০ জুলাই মুক্তি পাবে এই ছবি।
বাবার প্রয়াণ দিবস উপলক্ষ্যে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রনবীরের দিদি ঋদ্ধিমা কপূর সাহানি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -