Ritabhari Chakraborty Pics: নিজের বাড়ি থেকে শুরু করে প্রথম চায়ের স্বাদ, সাদা কালো ছবিতে গল্প শোনালেন ঋতাভরী
সাদা কালো একগুচ্ছ ছবি, ক্যাপশানে নস্টালজিয়া। কোনও ছবিতে ঘুম ভেঙে বিছানা ছেড়ে উঠছেন ঋতাভরী চক্রবর্তী। কোনও ছবিতে আবার উদাস চোখে তাকিয়ে আছেন জানলার দিকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমায়ের সঙ্গে নতুন বাড়িতে আসা থেকে শুরু করে প্রথমবার চা খাওয়া, মায়ের মত হয়ে ওঠা। জীবনের বিভিন্ন মুহূর্ত উঠে এল ঋতাভরীর লেখায়।
ঋতাভরী লিখছেন, 'আমার এখনও মনে পড়ে সেই দিনটা যে দিন মা দিদার বাড়ি থেকে নতুন বাড়িতে এল আমার আর টিনটিনের সঙ্গে। মা সেদিন আমায় আর টিনটিনকে প্রথম চা এনে দিয়েছিলেন। এর আগে আমরা কখনও চা খাইনি। সেদিন খেলাম। তারপর থেকে আমি এমন অনেক কাজ করি যেগুলো মা করত। আমি আনমনে দরজার দিকে তাকিয়ে থাকি, রাতে ঘুমানোর আগে মুখে ক্রিম মাখি। গান শুনতে শুনতে আমি মায়ের মতই মাথাটা হেলিয়ে দিই'
নিজের বাড়িতে প্রথম এক কাপ কফি খাওয়ার অনুভূতিও লিখেছেন ঋতাভরী। এক কাপ কফিকে স্বাধীনতার সঙ্গে তুলনা করেছেন ঋতাভরী।
মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে ঘুম থেকে ওঠা, সকালে এক গ্লাস ডাবের জল হতে জানলার দিকে আনমনে তাকিয়ে থাকার কথাও লিখেছেন ঋতাভরী। সেই সঙ্গে অভিনেত্রী লিখেছেন, জানলায় রেলিং ভালো লাগে না তাঁর।
সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে 'অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম' বিভাগে সেরার শিরোপা জিতে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছিলেন তিনি। নিজের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মা শতরূপা সান্যালও।
২০২০ থেকে ২০২১, এক বছরে অনেক কঠিন সময় পেরিয়েছেন ঋতাভরী। নিজের শারিরীক অসুস্থতা থেকে শুরু করে করোনা পরিস্থিতি, মানসিকভাবে ভেঙে পড়েননি কখনোই। বরং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে ভালো রাখতে। কোভিড পরিস্থিতিতে গৃহবন্দি সাধারণ মানুষ যাতে মনের কথা বলে হাল্কা হতে পারে সেজন্য চালু করেছেন হেল্পলাইন। বিভিন্নভাবে চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার।
করোনা পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। ক্লাস চলার মধ্যেই অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখান থেকেও ক্লাস চালিয়ে গিয়েছেন তিনি। ঋতাভরী লিখছেন, 'শারিরীক কষ্ট নিয়েও আমি আমার পরের ক্লাসের জন্য অপেক্ষা করতাম। আজ পুরস্কার পেয়ে মনে হচ্ছে পড়াশোনার ওপর আমার সেই ভালোবাসাটাই জিতেছে।'
সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতাভরীর গাওয়া নতুন গান 'শাওন'। অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে গানটি।
ছবি সৌজন্যে: ঋতাভরী চক্রবর্তীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -