Portugal on Euro Cup: ইউরো কাপে আজ নামছেন রোনাল্ডোরা, কখন, কোথায় দেখবেন ম্যাচ
গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল অভিযান শুরু করছে আজ, মঙ্গলবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ হাঙ্গেরি।
স্পেনের পর (২০০৮ ও ২০১২) পরপর দুবার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পর্তুগালের সামনে।
পর্তুগাল যে গ্রুপে আছে, সেই গ্রুপ এফ-কে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। কারণ গ্রুপে হাঙ্গেরি ছাড়াও রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও শক্তিশালী জার্মানি।
হাঙ্গেরি ম্যাচের আগে জোরকদমে প্রস্তুতি সেরে নিলেন ফুটবলাররা।
আকর্ষণের কেন্দ্রে অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করে রয়েছে সিআরসেভেনের ওপর।
২০১৬ সালের ইউরো কাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল।
এ বারের ইউরোতে রোনাল্ডোর সামনে রেকর্ড ছোঁয়ার হাতছানি। আর ৫টা গোল করলেই আন্তর্জাতিক ম্যাচে সব চেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি।
মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে নটায় ম্যাচ।
পর্তুগাল বনাম হাঙ্গেরি খেলা দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। ছবি পর্তুগাল ফুটবল দলের ট্যুইটার থেকে নেওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -