Celebrities in Sarees: পরনে সবুজ শাড়ি, অপরূপা বলিউডের এই অভিনেত্রীরা

বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্টাইলিশ কৃতী শ্যানন

1/6
বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্টাইলিশ কৃতী শ্যানন। তাঁর পোশাক, চলাফেরা, আচরণে সবসময় স্মার্ট লুক থাকে। শাড়িতেও সেই স্মার্টনেসের ছোঁয়া দেখা যায়। লং কুর্তার সঙ্গে সবুজ সুতির শাড়ি, পায়ে সাদা স্নিকার্স দিব্যি মানিয়ে গিয়েছে কৃতীকে।
2/6
করিনা কপূরও বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। শাড়িতে তাঁকেও মোহময়ী লাগে। সবুজ সিল্কের শাড়ির সঙ্গে নেকলেসে সুন্দর দেখতে লাগছে করিনাকে।
3/6
বলিউডের ছটফটে অভিনেত্রী আলিয়া ভট্টকেও সবুজ শাড়িতে অসাধারণ দেখতে লাগছে। সব্যসাচীর শাড়ির সঙ্গে স্ট্র্যাপলেস ব্লাউজ ও লম্বা কানের দুল পরেছেন আলিয়া।
4/6
দীপিকা পাড়ুকোন একাধিকবার জানিয়েছেন, তিনি শাড়ি পরতে ভালবাসেন। সবুজ রঙের ফুল স্লিভ ব্লাউজের সঙ্গে সবুজ শাড়ি পরেছেন এই অভিনেত্রী।
5/6
বলিউডের অভিনেত্রীদের মধ্যে অন্যতম ফিট ও সুন্দরী শিল্পা শেট্টি। সব পোশাকেই তাঁকে সুন্দর দেখতে লাগে। সবুজ শাড়ি ব্যতিক্রম নয়।
6/6
অনুষ্কা শেট্টিকেও সব্যসাচীর টিস্যু গ্রিন শাড়িতে সুন্দর দেখতে লাগছে।
Sponsored Links by Taboola