Esha Deol-Bharat Takhtani: ধর্মেন্দ্রকন্যার দাম্পত্যে কালো মেঘ, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কই নাকি দায়ী, বিবাহবিচ্ছেদের পথে এষা?
তারকা বা তারকাসন্তান, প্রায় প্রতি মাসেই মায়ানগরীতে বিয়ে লেগে রয়েছে। আনন্দানুষ্ঠান ঘিরে চাঁদের হাট বসছে প্রায় প্রতি মাসেই। সেই আবহেই এবার তারকা-নায়িকার বিবাহবিচ্ছেদের গুঞ্জনে সরগরম মায়ানগরী। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতারকা পরিবারের কন্যা, নিজের খ্যাতিও কিছু কম নয়। তবে সিলভারস্ক্রিনে আগের সেই উপস্থিতি আর নেই। সেই আবহেই এবার খবরের শিরোনামে ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা এষা দেওল। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
শোনা যাচ্ছে, দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের দাম্পত্যে এবার ইতি টানতে চলেছেন এষা। স্বামী ভরত তখতানির সঙ্গে নাকি এখন আর একছাদের নিচে থাকেন না নায়িকা। বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা চলছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
তবে শুধুমাত্র বিবাহবিচ্ছেদের গুঞ্জনই নয়, নায়িকার ব্যক্তিগত জীবনের সঙ্গে জুড়ে যাচ্ছে বিবাহবহির্ভূত সম্পর্কের তত্ত্বও। ভসম্প্রতি Reddit প্ল্যাটফর্মেই এষার বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন জোর পায়। সেখানে বলা হয়েছে, বেঙ্গালুরুতে প্রেমিকার সঙ্গে এক পার্টিতেও দেখা গিয়েছে ভরতকে। দীর্ঘদিন ধরেই নাকি দু’জনের মধ্যে টানাপোড়েন চলছিল। রতের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এষা দাম্পত্যে ইতি টানতে উদ্যোগী হয়েছেন বলে গুঞ্জন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
সম্প্রতি Reddit প্ল্যাটফর্মেই এষার বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন জোর পায়। সেখানে বলা হয়েছে, বেঙ্গালুরুতে প্রেমিকার সঙ্গে এক পার্টিতেও দেখা গিয়েছে ভরতকে। দীর্ঘদিন ধরেই নাকি দু’জনের মধ্যে টানাপোড়েন চলছিল। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
এষা বা ভরত এখনও পর্যন্ত সেই নিয়ে প্রতিক্রিয়া জানাননি। কিন্তু একসময় সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেও, দীর্ঘদিন হয়ে গেল সেই রীতিতে ছেদ পড়েছে। তাই জল্পনা আরও জোর পেয়েছে। মায়ানগরীর অলিগলিতেও এষা-ভরতের দাম্পত্যে চিড় ধরা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
২০১২ সালের ২৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন এষা এবং ভরত। মুম্বইয়ে ISKCON-এর মন্দিরে তাঁদের বিবাহানুষ্ঠান সম্পন্ন হয়। তাঁদের দুই কন্যাও রয়েছে, রাধ্যা এবং মিরায়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
২০১৭ সালে এষা যখন অন্তঃসত্ত্বা, সাধভক্ষণের অনুষ্ঠানে ভরতকে দ্বিতীয় বার বিবাহ করেন এষা। সেই আয়োজনও ছিল এলাহি। ২০২২ সালে তাঁদের দাম্পত্য ১০ বছর পূর্ণ করে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
কলেজে পড়ার সময় এষা এবং ভরতের আলাপ। এক সাক্ষাৎকারে এষা জানিয়েছেন, ইন্টার-কলেজ প্রতিযোগিতায় পরস্পরের সান্নিধ্যে আসেন তাঁরা। পরে যদিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
কিন্তু ১০ বছর পর আমেরিকায় ফের সাক্ষাৎ হয় এষা এবং ভরতের। সেখান থেকেই বন্ধুত্ব ক্রমশ প্রেমে পরিণত হয়। পরে পরিণতি পায় তাঁদের সেই সম্পর্ক। কিন্তু এই মুহূর্তে দাম্পত্যে চিড় ধরা নিয়ে খবরে এষা এবং ভরত। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -