Jagjit Singh Birthday: 'গজল সম্রাট' জগজিৎ সিংহের বিয়েতে কত টাকা খরচ হয়? রইল অজানা তথ্য
আজ জন্মদিন 'গজল সম্রাট' জগজিৎ সিংহের। তাঁর গাওয়া বহু 'গজল' আজও আমাদের মনে গেঁথে রয়েছে। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppIMDb-র তথ্য অনুযায়ী, জগজিৎ সিংহের আসল নাম জগজিৎ সিং নয় মোটেই। বরং তাঁর আসল নাম জগমোহন সিংহ ধীমান। তাঁর বাবার ইচ্ছে ছিল জগজিৎ সিংহ যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন।
ছোটবেলায় লন্ঠনের আলোয় পড়াশোনা করেছেন কিংবদন্তি এই গজল গায়ক। সেই সময় তাঁর এলাকায় বিদ্যুৎ পৌঁছয়নি।
মাত্র ২০ বছর বয়সে মারা যান জগজিৎ সিংহ ও চিত্রার ছেলে বিবেক সিংহ। তিনি প্রতিশ্রুতিমান একজন ক্রিকেটার ছিলেন। ছেলের মৃত্যুর পর মারাত্মক ভেঙে পড়েন তাঁরা।
১৯৬৯ সালে বিয়ে করেন জগজিৎ সিংহ ও তাঁর স্ত্রী চিত্রা সিংহ। তাঁদের বিয়ে করতে সময় লেগেছিল মাত্র দু মিনিট। আর খরচ হয়েছিল ৩০ টাকা।
জনপ্রিয় গায়ক কুমার শানুকে প্রথমবার কাজের সুযোগ করে দিয়েছিলেন জগজিৎ সিংহ। বিভিন্ন সাক্ষাৎকারে কুমার শানু সেই অভিজ্ঞতা শেয়ার করেন, যখন কল্যানজি-আনন্দজির সঙ্গে প্রথমবার কাজের সুযোগ পান জগজিৎ সিংহের জন্য।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কবিতা সুর করে গান গেয়েছিলেন জগজিৎ সিংহ।
ছেলের মৃত্যুর শোক কাটিয়ে আরও শক্তিশালী হয়ে যেন ফিরে আসেন জগজিৎ সিংহ। একের পর এক দুর্দান্ত গান গান। কখনও গুলজারের সঙ্গে। কখনও লতা মঙ্গেশকরের সঙ্গে। কখনও আবার জাভেদ আখতারের সঙ্গে।
২০০৩ সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি।
জগজিৎ সিংহের কেরিয়ার শুরু হয়েছিল জলন্ধরের রেডিও স্টেশনে। আজ থেকে সেটি ৫২ বছর আগেকার ঘটনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -