Javed Jaffrey Birthday: অভিনেতা বাবা ছিলেন মদ্যপানে আসক্ত, ছিল না মুখ দেখাদেখি, নিজেই নিজের পরিচিতি গড়েন জাভেদ
নাচে পারদর্শিতার জন্য কেউ তাঁকে চেনেন। কারও কাছে আবার কৌতুকাভিনেতা তিনি। কিন্তু চেনা ছকে ফেলা অসম্ভব জাভেদ জাফরিকে। জেনে নিন তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজ্ঞাপনের কাজে প্রথম নজরে পড়েন জাভেদ। তবে বাবা জগদীপ জাফরি ছিলেন বিখ্যাত কৌতুকাভিনেতা। জন্মসূত্রেই তাই অভিনয় ক্ষমতা পেয়েছেন জাভেদ।
বলিউডে প্রথম সুযোগ আসে খলনায়কের চরিত্রে। ‘মেরি জঙ্গ’ ছবিতে অভিনেতা হিসেবে যাত্রা শুরু। খুব প্রশংসিত হয় তাঁর অভিনয়।
ওই ছবিতেই নাচে জাভেদের পারদর্শিতা ধরা পড়ে। এর পর ‘জ জন্তরম ম মন্তরম’, ‘ম্যাঁয় প্রেম কি দিয়ানি হুঁ’, ‘সলাম নমস্তে’, ‘অর্থ’, ‘থ্রি ইডিয়টস’, ‘ ধমাল’ –এর মতো জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে জাভেদকে।
১৯৯৬ সালে ভাই নাভেদ এবং রবি বহেলের সঙ্গে নাচের রিয়্যালিটি শো ‘বুগি উগি’র সূচনা করেন জাভেদ। সেই সময় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয় সেটি। এ ছাড়াও একাধিক টেলিভিশন শো-তে দেখা যায় জাভেদকে।
শুধু অভিনয় বা নাচের জন্যই নয়, কণ্ঠশিল্পী হিসেবেও যথেষ্ট সুনাম রয়েছে জাভেদের। ‘গুফি’, ‘ডন কারনেজ’, ‘মিকি মাউস’-এর হিন্দি সংস্করণে ডাব করেন তিনি। ‘সপনে’ ছবিতে প্রভু দেবার কণ্ঠও ছিলেন জাভেদ।
এখনও পর্যন্ত ৩৫০-র বেশি ছবিতে কাজ করেছেন জাভেদ। তবে সব সময় নতুন কিছু করতে ভালবাসেন জাভেদ। রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন। আম আদমি পার্টির হয়ে ২০১৪-র লোকসভা নির্বাচনে নাম লেখান জাভেদ।
বিখ্যাত বাবার ছেলে হওয়া সত্ত্বেও, বাবার সাহায্য় ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করেন জাভেদ। বাবার সঙ্গে জাভেদের সম্পর্কও মধুর ছিল না। মদ্যপানে আসক্ত ছিলেন জগদীপ। তাতে হিতাহিত ভুলে যেতেন তিনি। শেষ জীবনে যদিও ছেলের সঙ্গে সম্পর্ক মেরামতিতে আগ্রহী হন জগদীপ।
এমনিতে প্রচারের আলো থেকে দূরেই পরিবারকে রাখতে পছন্দ করেন জাভেদ। স্ত্রী হবিবা এবং তিন সন্তানকে নিয়ে সংসার তাঁর। ছেলে মিজান বলিউডে পা রেখেছেন।
ঢাকঢোল পিটিয়ে প্রচার না করলেও, সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত জাভেদ। গোটা জীবন কাজ করে এলেও, অবসরে আপত্তি জাভেদের। জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -